লেখক পরিচিতি জন্ম টুঙ্গিপাড়ায় ১৯৫৪-এর ৩০ এপ্রিল। বাবা শেখ হাবিবুর রহমান, মা শেখ সৈয়দা বেগম।
ফ্ল্যাপে লিখা কথা কবি শেখ হাফিজুর রহমানের জন্ম টুঙ্গিপাড়ায় ১৯৫৪-র ৩০শে এপ্রিল। বাবা শেখ হাবিবুর রহমান, মা শেখ সৈয়দা বেগম।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজ থেকে তিনি স্নাতক। স্কুলজীবন থেকেই লেখালেখির শুরু। আত্মজ হাবিব এই ছদ্মনামে লিখতেন। পরে যখন কবিতাগুলো গ্রন্থভুক্ত হয় তখন কবি স্বনামে আত্মপ্রকাশ করেন। ইতোমধ্যে মোট ৬টি কাব্যগ্রন্থ প্রকাশিত। বাংলাদেশ থেকে নোঙরের তরী ২০০১, মধুমতি ২০০৩, অপরাহ্নের স্লান আলোয় স্নান ২০১০, দ্রোহের পদাবলী ২০১০। ভারত থেকে গণ পাঁচালি ২০০৭ এবং জার্মানি থেকে জার্মান-বাংলা দ্বিভাষিত কাব্যগ্রন্থ শেখ হাফিজুর রহমানের নির্বাচিত কবিতা স্বপ্ন ২০১১।
প্রথম ধারাবাহিক লেখা ‘ইতিহাস কথা কও’ শিরোনামে নিয়মিত প্রকাশিত হয় সাপ্তাহিক খবর পত্রিকায়। পরে ১৯৯৮ সালে বাংলাদেশের অভ্যুদয়ের প্রেক্ষাপট নামে লেখাটি গ্রন্থকারে প্রকাশিত হয়।
তাঁর কবিতা চলচ্চিত্রেও রূপায়িত হয়েছে। ‘রিনি সুতোর মালা’ কবিতাটি অবলম্বনে তথ্যচিত্ররূপে ২০০৮ সালে কলকাতায়। পরিচালনা করেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত কলকাতার স্বনামধন্য চলচ্চিত্র পরিচালক শ্রীমতী জয়শ্রী ভট্টচার্য। এই চলচ্চিত্রটি ২০০৯ সালে লন্ডনে রেইনবো ফিল্ম ফ্যাস্টিভ্যালে প্রদর্শিত হয় এবং দর্শকদের ভূয়সী প্রশংসা অর্জন করে।
তাঁর কবিতাগুলো বিভিন্ন কাব্যসংকলনেই কেবলমাত্র স্থান পায়নি আবৃত্তিকারদেরও আকৃষ্ট করেছে।
কবি শেখ হাফিজুর রহমানের জন্ম টুঙ্গিপাড়ায় ১৯৫৪-র ৩০শে এপ্রিল। বাবা শেখ হাবিবুর রহমান, মা শেখ সৈয়দা বেগম। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজ থেকে তিনি স্নাতক। স্কুলজীবন থেকেই লেখালেখির শুরু। আত্মজ হাবিব এই ছদ্মনামে লিখতেন। পরে যখন কবিতাগুলাে গ্রন্থভুক্ত হয় তখন কবি স্বনামে আত্মপ্রকাশ করেন। ইতােমধ্যে মােট ৬টি কাব্যগ্রন্থ প্রকাশিত। বাংলাদেশ থেকে নােঙরের তরী ২০০১, মধুমতি ২০০৩, অপরাহ্নের ম্লান আলােয় স্নান ২০১০, দ্রোহের পদাবলী ২০১০। ভারত থেকে গণ পাঁচালি ২০০৭ এবং জার্মানি থেকে জার্মান-বাংলা দ্বিভাষিক কাব্যগ্রন্থ শেখ হাফিজুর রহমানের নির্বাচিত কবিতা স্বপ্ন ২০১১। প্রথম ধারাবাহিক লেখা ইতিহাস কথা কও' শিরােনামে নিয়মিত প্রকাশিত হয় সাপ্তাহিক খবর পত্রিকায়। পরে ১৯৯৮ সালে বাংলাদেশের অভ্যুদয়ের প্রেক্ষাপট নামে লেখাটি গ্রন্থাকারে প্রকাশিত হয়। তাঁর কবিতা চলচ্চিত্রেও রূপায়িত হয়েছে। “রিনি সুতাের মালা’ কবিতাটি অবলম্বনে তথ্যচিত্ররূপে ২০০৮ সালে কলকাতায়। পরিচালনা করেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত কলকাতার স্বনামধন্য চলচ্চিত্র পরিচালক শ্রীমতী জয়শ্রী ভট্টাচার্য। এই চলচ্চিত্রটি ২০০৯ সালে লন্ডনে রেইনবাে। ফিল্ম ফ্যাস্টিভ্যালে প্রদর্শিত হয় এবং দর্শকদের ভূয়সী প্রশংসা অর্জন করে। তাঁর কবিতাগুলাে বিভিন্ন কাব্যসংকলনেই কেবলমাত্র স্থান পায়নি আবৃত্তিকারদেরও আকৃষ্ট করেছে।