লেখক পরিচিতি কবি, সাহিত্যিক, বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক।
ফ্ল্যাপে লিখা কথা জীবনের মতো, সময়ের মতো অতল এক পরিবর্তনের স্রোত খালেদ হোসাইনের কবিতার অন্তস্তলে প্রবহমান। অখণ্ড বিশ্বের নিজেকে স্থাপন করে বুঝে নেবার চেষ্টা রয়েছে কবিতায়। সমস্ত কবিতাই যেন ব্যক্তিগত উৎসার, ব্যক্তিগত পবিত্রতার অকৃত্রিম প্রবাহ।
খালেদ হোসাইনের কবিতা তাঁর কবি-জীবনেরই প্রশ্বাস। যুগপৎ সৌন্দর্য-নির্মাণ, দর্শন ও রূপকল্পের সন্ধান তাঁর কবিতায় আমরা লক্ষ করি। একটি সরল অবারিত অশেষ জীবন রহস্যাচ্ছন্ন হয়ে কবিতার চিরকালীনতায় উদ্ভাসিত হয়েছে। স্মৃতি-স্বপ্ন-কল্পনা-ভালোবাসা প্রেম-অপ্রেম ও হাহাকারে এক নতুনতর ব্যঞ্জনার প্রতিভাস এই কবিতা। তাঁর বেদনা গভীর, পরিব্যাপ্ত অথচ নির্ভার। কবিতায় ব্যবহৃত শব্দ ও চিত্রকল্পের চকিত উদ্ভাস দুরূহ নয়, তবে তা অপার রহস্যময়। জীবন তেকে আরোতর জীবনে, জীবন থেকে স্বপ্ন -কল্পনা-স্মৃতিতে দ্রুত যাতাযাতে তার মনোভঙ্গি ও স্বরভঙ্গির পরিবর্তন পাঠককে আপ্লুত করবে সন্দেহ নেই।
জীবন-মৃত্যুকে ছাড়িয়ে বিস্তৃত তাঁর কল্পনার সীমা; তা অন্যতর পৃথিবীতেও বিস্তৃত হবার আকাঙ্ক্ষায় আকুল। জানতে পারি, অন্তত আরেকটা জীবন দরকার-কবিতাকে যাপন করবার জন্যে, জীবনকে যাপন করবার জন্যে। কবিতায় প্রকাশিত ভালোবাসা-হাহাকার, অপ্রেম স্মৃতি ও স্বপ্নের মগ্নতায় একাকার হলে কখনো-বা আমাদের যৌথ-জীবনকেও খুঁজে পাই তাতে।
বাবা : গােলজার হােসাইন। মা : সুফিয়া খাতুন। জন্ম : ১৯৬৪। ফতুল্লা, নারায়ণগঞ্জ। শিক্ষা : প্রাথমিক : ফতুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাধ্যমিক : নারায়ণগঞ্জ হাই স্কুল উচ্চ-মাধ্যমিক : সরকারি তােলারাম কলেজ, নারায়ণগঞ্জ বিশ্ববিদ্যালয়-পর্যায় : স্নাতক (সম্মান), স্নাতকোত্তর ও পিএইচ.ডি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কাব্যগ্রন্থ : ইলা মিত্র ও অন্যান্য কবিতা (২০০০), শিকার-যাত্রার আয়ােজন (২০০৫), জলছবির ক্যানভাস (২০০৬), পাতাদের সংসার (২০০৭), এক দুপুরের ঢেউ (২০০৮), চিরকাল আমি এখানে ছিলাম (২০০৯), পায়ের তলায় এসে দাঁড়িয়েছে। পথ (২০১০), পথ ঢুকে যায় বুকে (২০১১) সম্পাদিত গ্রন্থ : কবিতাসমগ্র : জীবনান্দ দাশ (২০০০), সমর সেন (যৌথ, ২০০০), বাংলা ছন্দের মানচিত্র (২০১১), বাংলা প্রেমের কবিতা (যৌথ, ২০১২) স্ত্রী : আইরীন পারভীন সন্তান : মেয়ে রােদেলা সুকৃতি, ছেলে অভীপ্সিত রৌদ্র পেশা : অধ্যাপক, বাংলা বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।