ফ্ল্যাপে লিখা কথা মানুষ যখন থেকে ভাবতে শিখেছে, তখন থেকেই সময় একটি ধাঁধা বা প্রহেলিকারূপে উদয় হয়েছে তার মনে। সময় সম্পর্কে মানুষের উপলব্ধি দীর্ঘ সময় ধরে ক্রমাগত গভীরতর ও সূক্ষ্মতর হয়েছে। সময়ের ধারণাকে প্রভাবিত করেছে বিজ্ঞানের অগ্রগতি, বিশেষ করে পদার্থবিজ্ঞানের নানা তত্ত্বের আবিষ্কার। সময় পরিমাপের বিভিন্ন রকম যন্ত্রের ও কৌশলের উদ্ভাবন, দৈনন্দিন জীবনে ও জটিল সব গবেষণায় সময় অপরিহার্য এক রাশিরূপে উপস্থিত হয়েছে। এরপরও সময় সম্পর্কে অনেক প্রশ্নের মীমাংসা এখনো হয়নি। এ বইয়ের মূল লক্ষ্য বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সময়ের ধারণাকে ধাপে ধাপে তুলে ধরা।
সময় আমাদের সভ্যতা ও সংস্কৃতির, জ্ঞানচর্চা ও জীবন নির্বাহের সমগ্র স্তরে ও ক্রমবিকাশের ধারায় ক্রমবর্ধিত গুরুত্বে আবির্ভূত।
আমরা দেখব আপেক্ষিকতার সাধঅরণ তত্ত্ব, কোয়ান্টাম সংখ্যানিক বিদ্যা, কোয়ান্টাম বলবিদ্যা, মহাবিশ্বের সৃষ্টি তত্ত্ব, কৃষ্ণ বিবরে আপেক্ষিকতার সাধারণতত্ত্ব ও কোয়ান্টাম বলবিদ্যার প্রয়োগ এবং সবশেষে স্ট্রিং তত্ত্বে সময় নতুন সব বৈশিষ্ট্য পরিগ্রহ করছে।
সময়কে তাই বুঝতে হবে বিশ্বজগৎ সম্পর্কে আমাদের উপলব্ধির আলোকে, এর বিবর্তনের ধারায়। বিশ্বজগৎ সম্পর্কে আমাদের উপলব্ধি যত সমন্বিত হবে, সময়ের ধারণায় যে বৈচিত্র্য তা তত অভিসারী হবে। কোন দিন যদি একীভূত তত্ত্ব প্রকৃতির সব ঘটনাকে একটি সমীকরণে আনা যায়, তখন হয়তো সময়ের একটি একক অভিন্ন চিত্র সম্ভব হবে।