ফ্ল্যাপে লিখা কথা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে ড. ফখরুদ্দীন আহমদের সামরিক সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আগমন, দুই বছরের দেশশাসন, ছবিযুক্ত ভোটার তালিকা প্রণয়নের মাধ্যমে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ঘটনাবলি বেশ তাৎপর্য বহন করে। এই পর্বের যেমন সাংবিধানিক ভিত্তি নেই, তেমনি এর উত্থানের পেছনের গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের হীন ষড়যন্ত্র, রাষ্ট্রক্ষমতায় ফিরে আসার দুর্দমনীয় বাসনা ও অপচেষ্টা জড়িত ছিল। সে কারণে ফখরুদ্দীনের ক্ষমতাগ্রহণটি জনগণ এবং আন্দোলনকারী রাজনৈতিক শক্তিদ্বারা সমর্থিত হয়েছিল। তবে ক্ষমতাগ্রহণের পর সরকারের ভেতরে ও বাইরে কতিপয়মহল দেশে রাজনৈতিক সংস্কারের নামে বিরাজনীতিকরণের এজেন্ডা বাস্তবায়নের উদ্যোগ নেয়। ভুলভাবে তা করতে গিয়ে তারা নিজেরা ব্যর্থ হয়, ফখরুদ্দীন আহমদকে ব্যাপক সংকটে ফেলে দেয়। নির্বাচন নিয়ে নানা সংকট তৈরি হয়। শেষপর্যন্ত বাংলাদেশ নির্বাচনের পথে ফিরে আসে। ফখরুদ্দীন আহমদের সেনা-সমর্থিত সরকারের সবচাইতে বড় সাফল্য হিসেবে একটি বিবেচিত হয়ে থঅকবে। সেই সময়ের নানা ঘটনা নিয়ে অধ্যাপক মমতাজউদ্দীন পাটোয়ারী যেসব কলাম পত্রপত্রিকায় লিখেছিলেন তার অংশবিশেষ নিয়ে এই গ্রন্থ।
ড. মমতাজউদ্দীন পাটোয়ারী ২৫-এ জানুয়ারি ১৯৫৪ সালে জন্মগ্রহণ করেন। তার গ্রামের বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার মনতলা গ্রামে। ছাত্রজীবনে বরাবরই কৃতী ছাত্র ছিলেন। মস্কো গণমৈত্রী বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিষয়ে মাস্টার্স এবং ইউএসএসআর অ্যাকাডেমি অব সায়েন্স-এর ওরিয়েন্টাল ইনস্টিটিউট থেকে ১৯৮৫ সালে ইতিহাস তত্ত্বে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ১৯৯৯ সাল পর্যন্ত তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে শিক্ষকতা করেন। ওই বছরই বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক পদে যােগদান করেন। ১৯৮৫ সাল থেকে তিনি বিভিন্ন জাতীয় পত্র-পত্রিকায় নিয়মিত কলাম লিখে আসছেন। ১৯৯৬ এবং ২০১০ সালে পাঠ্যপুস্তকে। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংযােজনী কমিটির অন্যতম সদস্য হিসেবে তিনি দায়িত্ব পালন করেন । অধ্যাপক মমতাজউদ্দীন পাটোয়ারী রচিত গ্রন্থের সংখ্যা ১৮টি। উল্লেখযােগ্য গ্রন্থগুলাে হচ্ছে ইতিহাস চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা ও বাংলাদেশ, বাংলাদেশে ইতিহাস পঠনপাঠন, মধ্যযুগ ও আধুনিক বিশ্বের ইতিহাস, বাংলাদেশের শিক্ষাব্যবস্থা ও শিক্ষানীতি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান : বহুমাত্রিক মূল্যায়ন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান : জীবন ও রাজনীতি (১ম খণ্ডের দ্বিতীয় অধ্যায়), বাংলাদেশে শিক্ষাব্যবস্থা, পঠনপাঠন সমস্যা : পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধের বিকৃত ইতিহাস ইত্যাদি।