মানব জীবন সত্যই বড় বিচিত্র এবং রহস্যময়। প্রতিনিয়ত এখানে ঘটে যাচ্ছে অহরহ কত ঘটনা। কত ছবি আঁকা থাকে মনের খাতায় হৃদয়ের পাতায়। স্মৃতির আবহমান ধারাগুলো। হৃদয়কে দোলা দিয়ে আমায় নাড়া দিয়ে যায়, পলে পলে ক্ষণে ক্ষণে। মনে করিয়ে দেয় আমার দায়িত্ব ও কর্তব্য বোধকে। তাই আজ আবার লিখতে বসেছি আপনাদের সামনে এমন একটি ঘটনা। যা বর্ণনা করলে হয়তো অনেকের গা শিউরে উঠবে। কেউ কেউ হয়তো ফিরে যেতে পারেন অতীত জীবনে। বর্তমান সময়ে কর্ম ব্যস্ততা আর দৈনন্দিন জীবনের প্রয়োজন মিটানোর জন্য প্রতিনিয়ত ছুটে বেড়াতে হয় আপনাকে। ইচ্ছে থাকলেও সময় হয় না অতীত জীবনে ফিরে যাবার। প্রতিটা মানুষের একটা অতীত জীবন থাকে। সেখানে অনেক ঘটনা ঘটে যায় কেউ মনে রাখে কেউ মনে রাখে না। আবার কেউ কেউ অতীত স্মৃতিটাকে আকড়ে ধরে বেঁচে থাকতে চায়। সেটা যা হউক না কেন? এটা ধ্রুব সত্য যে মানব জীবনে মানুষ ভুল করবেই। অতীতের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে বর্তমান সময়টাকে সুন্দর করে সাজানো অত্যাবশক। যারা ভুল থেকে শিক্ষা নিয়ে বর্তমান জীবনটাকে সাজাতে পারে। তাদের জীবনটা সুন্দর, সুখময়, আর উপভোগ্য হয়। মানব জীবনে ভুল হবে এটা সত্য তবে ভুল হতে শিক্ষাগ্রহণ করে সামনের দিকে জীবন এগিয়ে যাবে। যারা ভুলটাকে শিকার করে নিতে চায় না, তারা ভুলের মাঝে বসবাস করে।