"প্রফেসর’স ভাইভা সহায়িকা মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ" বইটির সম্পর্কে কিছু কথা: মুক্তিযুদ্ধ তথা বিজয়ের তথ্য শিখে ক্যারিয়ার জয়। এক নদী রক্ত আর লাখাে মা-বােনের সম্ভ্রমের বিনিময়ে যেমন করে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের বিজয় অর্জিত হয়েছিল, তেমনি সারা জীবনের শ্রম, সাধনা, ত্যাগ আর তিতীক্ষার বিনিময়ে সফলতা লাভের ঠিক পূর্ব মুহূর্তে এসে যদি শুধু বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস না জানার কারণে সফলতা হাতছাড়া হয়ে যায় তা কি মেনে নেয়া যায়? কেননা বিসিএসসহ সকল সরকারি-বেসরকারি নিয়ােগ পরীক্ষাতেই বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিষয়ক নানা ধরনের প্রশ্ন করা হয়ে থাকে। মৌখিক পরীক্ষাতে এ বিষয়টি একটু বেশিই লক্ষ্য করা যায়। সে প্রয়ােজনীয়তা থেকেই স্বাধীন বাংলাদেশের পূর্বাপর তথ্য সন্নিবেশ করে প্রকাশ করা হয়েছে “প্রফেসর’স ভাইভা সহায়িকা : মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ’ বইটি। চাকরি সংক্রান্ত বিগত ভাইভা পরীক্ষা থেকে সংগৃহীত প্রশ্নগুলােকে পর্যালােচনা করলে দেখা যায় প্রতিটি ভাইভা বাের্ডে সাধারণত প্রার্থীর ব্যক্তিগত বিষয়, যেমন- নিজ নাম, নামের অর্থ, পিতার নাম-পেশা, প্রার্থীর পঠিত বিষয়, আবেদনকৃত পদ, ইতিহাস, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, সাম্প্রতিক ঘটনাবলি ইত্যাদি বিষয়ের ওপর প্রশ্ন করা হয়। বিগত বিসিএস ও বিভিন্ন প্রতিযােগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের এমন অভিজ্ঞতার আলােকেই সাজানাে হয়েছে এ বইটি। বইটির উল্লেখযােগ্য বৈশিষ্ট্য: - ভাইভা বাের্ড থেকে সরাসরি সংগৃহীত এবং বাছাইকৃত প্রশ্নে মুক্তিযুদ্ধবিষয়ক নমুনা ভাইভা সংযােজন। - সুস্পষ্ট ও নির্ভুল তথ্যের মাধ্যমে মূল বিষয়বস্তুর উপস্থাপন এবং অপ্রয়ােজনীয় আলােচনা পরিহার । - প্রতিটি বিষয়ের আলােচনা শেষে ‘প্রশ্নোত্তর পর্ব সংযােজন। - সহজবােধ্য ও প্রাণবন্ত উপস্থাপনের জন্য বিভিন্ন আঙ্গিকে ছক সংযােজন। - জেলা পরিচিতি অংশে জেলার নামকরণ, মুক্তিযুদ্ধের সেক্টর, মুক্তিযােদ্ধা, দর্শনীয় ও ঐতিহাসিক স্থানের বিবরণ, সংসদীয় আসন পরিচিতি ইত্যাদি বিষয় সুশৃঙ্খলভাবে উপস্থাপন। - বাছাইকৃত প্রশ্নোত্তর ও ছকে সর্বশেষ এবং সাম্প্রতিক তথ্যের সংযােজন।