“বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ ভাষাতাত্ত্বিক আলোচনা" বইটির ফ্ল্যাপ এর লেখাঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭১ সালের ৭ই মার্চ ঢাকার রমনার তকালীন রেসকোর্স ময়দানে (বর্তমানে সােহরাওয়ার্দী উদ্যান) প্রদত্ত ঐতিহাসিক। ভাষণ বাংলা তথা বাঙালির সর্বকালের ইতিহাসের । অনন্য দলিল ও অশ্রুতপূর্ব কথাকাব্য। এটি শুধু। তার অকালপ্রয়াত জীবনের শ্রেষ্ঠ ভাষণই নয়, উপরন্তু বাংলাদেশের স্বাধীনতার ঘােষণা ও জাতিকে। আসন্ন মুক্তিযুদ্ধের প্রাক-প্রস্তুতি গ্রহণের আহ্বানও। স্বাধীনতাকামী লক্ষ লক্ষ উদ্বেল মানুষের উপস্থিতি। প্রবল উত্তেজনাকর মুহূর্ত এবং সর্বোপরি চারপাশ-ঘেরা সামরিক জান্তার শ্যেনদৃষ্টি তথা। বন্দুকের উঁচিয়ে থাকা নল উপেক্ষা করে জলদগম্ভীর কণ্ঠে কোনাে প্রকার লিখিত স্ক্রিপ্ট ছাড়া তাৎক্ষণিকভাবে প্রদত্ত ভাষণের অদ্বিতীয় নজির। বললেও সম্ভবত অত্যুক্তি হয় না। তবে এর চেয়েও কম শ্লাঘনীয় ও তাৎপর্যপূর্ণ নয়, এবং যা অবশ্যই চিন্তা-উদ্রেককারী, তা হলো অলিখিত/মৌখিক ভাষণটিতে ভাষাতাত্ত্বিক কলাকৃতির রয়েছে সমূহ উপস্থিতি; যা এ-অঞ্চলের ইতিহাসের ক্ষণজন্মা বাগ্মী ও সম্মােহনী কণ্ঠের অধিকারী বঙ্গবন্ধুর অসাধারণ। ভাষাজ্ঞানেরও স্মারক বটে। বর্তমানগ্রন্থে ভাষণের সেই ভাষাতাত্ত্বিক দিকগুলােই সপ্রমাণ তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
Kabedul Islam- জন্ম ১লা জানুয়ারি ১৯৬৪, খুলনায়। বাংলা ভাষা ও সাহিত্যে আশির দশকের গোড়ায় কয়েকটি বিশিষ্ট জাতীয় দৈনিক ও সাপ্তাহিকে কবিতা ও ছোটগল্প লেখালেখির মধ্য দিয়ে সাহিত্য জগতে আবির্ভূত হন। এ পর্যন্ত প্রকাশিত গ্রন্থসংখ্যা ৩৫। এর মধ্যে কবিতা ১২, গবেষণা ১২, ছোটগল্প ৫, প্রবন্ধ ৪, ছড়া ১ ও ভূমিবিষয়ক শব্দকোষ ১। তাঁর কিছু উল্লেখযোগ্য গবেষণাকর্মও বর্তমান। বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের ১৯৮৫ ব্যাচের একজন কর্মকর্তা; বর্তমানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন যুগ্মসচিব। সেইসূত্রে সপরিবারে ঢাকায় বসবাস; না হলে, ঢাকায় বসবাসে একেবারেই আগ্রহী নন। চাকরিসূত্রে মালয়েশিয়া, থাইল্যান্ড ও ভারত ভ্রমণ করেছেন। বিবাহিত; স্ত্রী, ২ পুত্র ও ১ কন্যা সন্তানকে নিয়ে স্বল্পবিত্তের সুখী জীবনযাপন। প্রিয় ও একমাত্র শখ ও নেশা বইপড়া, বইকেনা ও বইসংগ্রহ। সুলভ-দুষ্প্রাপ্য মিলিয়ে তার ব্যক্তিগত গ্রন্থাগারে এ পর্যন্ত ৮ হাজারের বেশি বই সংগৃহীত হয়েছে। এর মধ্যে বাংলা ভাষা ও সাহিত্য এবং উপমহাদেশীয় ইতিহাসের বইই সর্বাধিক। বেশ কিছু আকরগ্রন্থ রয়েছে তার সংগ্রহে। প্রিয় স্থান নিজ বাসগৃহ। ঘোরাঘুরি পছন্দ করেন একমাত্র বইপাড়ায় ও বইয়ের দোকানগুলোতে।