ফ্ল্যাপে লিখা কথা লেখক সেলিম আলফাজ অতিক্রম করেছেন তাঁর জীবনের ৫০ বছর (৩০ অক্টোবর, ১৯৫৭-২০০৭)। জীবনের অর্ধশতাব্দী পেরিয়ে যাওয়ার পর তাঁর কবিতা-কালের কাতর-জাগর স্মৃতি সেইসব স্বরাজ অদ্ভুত আনন্দ-বেদনায় উপস্থিত পাঠকের কাছে।
শীলনপর্বের চ্যুতি-দুর্বলতাসহ সে-সময়ের কবিতার কোনো পঙ্ক্তি পরিবর্তন না ক’রে সময়ের স্মারক হিসেবে সংকলিত হল কবিতাবলি সেইসব স্বারাজ।
বাংলাদেশের কবিতায় ২০ শতকের ৭০ দশকের কবিপ্রতিভা সেলিম আলফাজ এখন নিভৃতচারী হয়ে আছেন জীবিকার যাত্রাভিন্নতা। অথচ ৭০-এর দশক-মধ্যাহ্ন থেকে ৮০-এর দশক-মধ্যাহ্ন (১৯৭৬-১৯৮৫) পর্যন্ত কবি সেলিম আলফাজ দাপটের সাথে বিচরণ করেছেন কবিতাবিষয়ক সকল কর্মকাণ্ডে : লিখনে-আলোচনে, সভঅয়-সম্মেলনে, দর্শনীয় বিনিময়ে আবৃত্তি সন্ধ্যায়, লিটল ম্যাগাজিন সম্পাদনে।
বাংলাদেশের রাষ্ট্রিক অভ্যুদয়ের সঙ্গে সঙ্গে আমাদের কাব্যকর্মে সৃষ্টিশীলতার যে-প্রাচুর্য দেখা দিয়েছিল, কবি সেলিম আলফাজ পুরোমাত্রায় সেই স্রোতে অবগাহন করেছেন। সেইসব স্বরাজ সেই সময়ের অনুবিশ্ব; যেন আরেক ‘কণ্ঠস্বর’-যুগ। তাঁর অধীত সময়ের সমস্ত বিষয় চিত্রায়িত হয়েছে সজীব প্রতিভার শব্দে। তার প্রমাণ তাঁর কবিতায় মিশেল রয়েছে কবি রফিক আজাদ-আবদুল মান্নান সৈয়দ-আবুল হাসান-মহাদেব সাহা-মুহম্মদ নূরুল হুদা-আসাদ চৌধুরীদের মেজাজ।
প্রকৃতপক্ষে সেলিম আলফাজ-এর কবিতায় বাংলা কবিতার হাজার বছরের ঐতিহ্যের স্মারক রয়েছে। ছন্দ, অলংকার, অন্ত্যমিল- উপমহাদেশীয় কাব্যতত্ত্বের প্রায় সকল উপকরণ তাঁর আয়ত্তে রয়েছে; প্রয়োগও করেছেন কোনো কোনো কবিতায়।
তিন দশক ব্যবধানেও সেলিম আলফাজ-এর কবিতা আমাদের বোধকে শাণিত করে, স্বপ্ন দেখায়।
সেলিম আলফাজ (৩০ অক্টোবর, ১৯৫৭)-এর জন্ম রাজবাড়ি জেলার বেড়াডাঙ্গা গ্রামে। ফরিদপুর শহরের টেপাখােলায় তার স্থায়ী আবাস। বাবা মােহাম্মদ আবদুল হালিম। মা আলফাতুন নেসা। স্ত্রী রােজি, কন্যা অন্তরা ও পুত্র অঙ্কনকে নিয়ে তার আনন্দময় সংসার । বিজ্ঞান বিভাগে মাধ্যমিক (১৯৭১) এবং উচ্চমাধ্যমিক (১৯৭৩) পাস করার পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (১৯৮৬) এবং ইনস্টিটিউট অফ ব্যাংকার্স থেকে ডিপ্লোমা-ইনব্যাংকিং (১৯৮৯) ডিগ্রি অর্জন করেছেন। নানা পেশার গণ্ডি এড়িয়ে প্রকাশনাপাড়ার সৃজনশীল কর্মেই এখন সার্বক্ষণিক মনােযােগী । একসময়ের নাট্য-আন্দোলনের কর্মী, সংগীত প্রতিষ্ঠানের পুরােধা, সাংস্কৃতিক সংগঠনের অগ্রণী সেলিম আলফাজ ক্রমশ লেখালেখিতেই নিমগ্ন ও স্থিত। কবিতা দিয়েই সাহিত্যচর্চার সূত্রপাত। আপনিও ভালােবাসেন (১৯৮৬) কবিতার বই তাঁর সাহিত্যজীবনের সূচনা-স্মারক। শীর্ষেন্দু মুখােপাধ্যায়ের গল্প লামডিঙের আশ্চর্য লােকেরা-র নাট্যরূপ দিয়েছেন (১৯৮৮)। রবীন্দ্রসংগীত ভাবনা তার তৃতীয় গ্রন্থ-প্রয়াস । চর্চার আবিলতা পেরিয়ে সেলিম আলফাজ এখন শীলিত ও সংহত।