ফ্ল্যাপে লিখা কথা ‘স্বপ্নের সীমানা’ গল্পগ্রন্থের গল্পগুলোতে নিম্মবিত্ত ও নিম্ম-মধ্যবিত্ত জীবনের বাস্তব চিত্রের রূপায়ন ঘটেছে। সমাজের সেই শ্রেণীর মানুষ যাদের সাধ আছে কিন্তু সাধ্য নেই, যারা ব্যর্থতার গ্লানি তাদের নিজ নিজ ভাগ্যের ওপর চাপিয়ে স্বস্তিবোধ করে। ‘নিঃশব্দ আর্তনাদ’ গল্পের জবান বিবি, ‘স্বপ্নের সীমানা’ গল্পের খাদেম আলী, ‘ছিন্ন পত্রের’র মীরা চৌধুরী, ‘ছেঁড়া গোলাপের ঝরা পাপড়ির’ রিজিয়া, ‘আর নয়’ গল্পের মতি কিংবা ‘আঁধারের যাত্রী’র নাসিম চরিত্রের মৌলিক বৈশিষ্ট্য একবিন্দুতে মিলিত হয়েছে- যাদের জীবনের স্বপ্নই রয়ে গেছে, যা বাস্তবায়িত হয়নি।
সমাজের খেটে খাওয়া নিরন্ন মানুষের জীবনের প্রতিচ্ছবি বিম্বিত হয়েছে প্রতিটি গল্পে। ভাষায় চমৎকার গাথুনি গল্পগুলোকে করেছে সুখপাঠ্য। আরজুমন্দ আর বানু ‘স্বপ্নের সীমানা’ গ্রন্থের মধ্য দিয়ে বাংলা ছোটগল্পের ইতিহাসে যে মুন্সিয়ানা দেখিয়েছেন তা গল্পলেখক হিসেবে তাঁর শক্তিক্ষমতাকে প্রতিষ্ঠিত করেছে।
আরজুমন্দ আরা বানুর গল্পগ্রন্থ ‘স্বপ্রে সীমানা’য় স্থান পেয়েছে মোট ১২টি গল্প। বেশির ভাগ গল্প প্রকাশিত হয়েছিল বিভিন্ন দৈনিক, সাপ্তাহিক এবং সাময়িকীতে। সংবাদ, সচিত্র সন্ধানী, চিত্রবাংলা, পুলক এর অন্যতম। অপর্ণা হক রানু নামে তাঁর এসব গল্প প্রকাশিত হয়েছিল। গল্পগুলো লেখার সময়সীমা শ্রেণী থেকে বর্তমান সময় অবধি।
আরজুমন্দ আরা বানু তার সামগ্রিক সাহিত্যকর্মের জন্যে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য পুরস্কার’ হিসেবে ১৯৮৬ সালে স্বর্ণপদক লাভ করেন। গ্রন্থের ‘নিঃশব্দ আর্তনাদ’ গল্পের জন্য ১৯৮৭ সালে তিনি শামসুন্নাহার হল সাহিত্য পুরস্কার পান।। ১৯৮৮ সালে তিনি বাংলা ভাষা ও সাহিত্যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সম্মান) প্রথম শ্রেণী এবং ১৯৯০ সালে স্নাতকোত্তর পর্বে দ্বিতীয় শ্রেণীতে প্রথম স্থান লাভ করেন। বর্তমানে তিনি ঢাকার শেখ বােরহানুদ্দীন পােস্ট গ্রাজুয়েট কলেজের বাংলা বিভাগের প্রভাষক । ২০০৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে ‘শহীদুল্লাহ কায়সার ও জহির রায়হানের কথা সাহিত্য : বিষয় ও প্রকরণ’ অভিসন্দর্ভের জন্য তিনি পিএইচডি ডিগ্রি লাভ করেন। তাঁর কাব্যগ্রন্থ ‘হৃদয়ের হাওয়া বদল’ ১৯৯১ সালে প্রকাশিত হয়। এছাড়া বর্ণেবর্ণে মুক্তিযুদ্ধে (যৌথভাবে), ভাষা আন্দোলনের পঞ্চাশ বছর (সম্পাদিত), মুক্তিযুদ্ধের ত্রিশবছর (সম্পাদিত), জহির রায়হানের উপন্যাস সমগ্র (সম্পাদিত) ইত্যাদি প্রকাশিত গ্রন্থের মধ্যে অন্যতম। আরজুমন্দ আরা বানু নড়াইল জেলার নড়াগাতি থানার ডুমুরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।