বইটি সম্পর্কে সংক্ষেপেঃ ‘প্রথম ৫ উপন্যাস’ বইটি মূলত ইকবাল খন্দকারের লেখকজীবনের শুরুর দিকে লেখা ৫টি উপন্যাসের সংকলন। এই উপন্যাসগুলো হলো-ভুলে যেও আমায়, এ হৃদয় চায় তোমাকে, নিঃশব্দ নির্বাসন, তরুণী তখন ঘরে একা এবং কুমারীর নিষিদ্ধ স্পর্শ। ‘ভুলে যেও আমায়’ উপন্যাসটিতে উঠে এসেছে সহজ সরল এক তরুণ আর চঞ্চলা এক তরুণীর প্রেমের গল্প। যে প্রেম রক্তাক্ত হয় অবিশ্বাস আর সন্দেহের ছোবলে। ‘এ হৃদয় চায় তোমাকে’ উপন্যাসটিতে ফুটিয়ে তোলা হয়েছে হতভাগা এক তরুণের গল্প। যার জীবনে প্রেম এসেছিল অভিশাপ হয়ে। ‘নিঃশব্দ নির্বাসন’ মূলত জোর করে ভালোবাসা আদায়ের ব্যর্থ চেষ্টার গল্প। যে গল্পের পরিসমাপ্তি ঘটে ফাঁসির মঞ্চে। ‘তরুণী তখন ঘরে একা’ উপন্যাসটিতে তুলে ধরা হয়েছে এমন এক তরুণী গল্প, যে তরুণীর শরীরের স্পর্শকাতর স্থানে তিল আছে বলে জানায় অজ্ঞাতনামা কেউ। মুহূর্তেই তছনছ হয়ে যায় তরুণীর সাজানো পৃথিবী। আর ‘কুমারীর নিষিদ্ধ স্পর্শ’ বইটিতে ফুটে উঠেছে এক গৃহবধূর মা হতে চাওয়ার আকুতি এবং তার স্বামীর অবৈধ পন্থায় বাবা হতে চাওয়ার অপচেষ্টার গল্প। ‘প্রথম ৫ উপন্যাস’ বইটির পাঁচটি উপন্যাসের প্রেক্ষাপট পাঁচ রকমের হওয়ায় পাঠক পাঁচভাবে রোমাঞ্চিত হবেন-এটা জোর দিয়েই বলা যায়।