গণিত সত্যিই এক মজার ও আনন্দের বিষয় অথচ অনেকেই তা বুঝতে ও উপলব্ধি করতে না পারার কারণে গণিতের মজা ও আনন্দ উপভােগ করতে পারে না। প্রফেসর এম. শমশের আলী দেখিয়েছেন গণিত কত মজার ও আনন্দের বিষয় হতে পারে। এ বইটি আনন্দ ও বিনােদনের পাশাপাশি বিজ্ঞান ও গণিতপ্রেমী শিক্ষার্থীদের গণিতের মজা ও বুদ্ধির বিকাশে গণিতের নানামুখি ব্যবহার সম্পর্কে সম্পূর্ণ নতুন ও আধুনিক দৃষ্টির যােগান দেবে। গাণিতিক জ্ঞান ছাড়া বিজ্ঞান চর্চা ও অগ্রগতি অসম্ভব তাই বর্তমানে সারা বিশ্বে গণিত চর্চার মাধ্যমে বিজ্ঞানের উত্তরোত্তর সমৃদ্ধি ঘটছে। তাছাড়া আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড (IMO) এখন সমগ্র বিশ্বজুড়ে ব্যাপক প্রসার লাভ করেছে। তরুণ শিক্ষার্থীরা এই প্রতিযােগিতায় অংশ নিয়ে মেধা ও বুদ্ধির চর্চায় অনেক দূর অগ্রসর হতে সক্ষম হয়েছে। গণিতকে বিজ্ঞানের রানী বলা হয় কারণ গণিত ছাড়া বিজ্ঞানের অগ্রগতি অসম্ভব। এখন শুধু প্রতিভাবান ছাত্ররাই নয় বরং বিজ্ঞানের সকল শাখার ছাত্ররা গণিত সম্পর্কে জানতে আগ্রহী, তারাও আনন্দের সাথে গণিত শিখতে চায়, গণিতের মজা উপভােগ করতে চায়। গণিতকে তাদের কাছে আনন্দময় করে তুলতে এই গ্রন্থের অবতারণা। আমাদের গণিত চর্চাকে মজার, উপভােগ্য ও আনন্দদানের পাশাপাশি এ বইটি অঙ্কের বুদ্ধি ও সৃজনশীলতাকে বহুগুণে বাড়িয়ে শিক্ষার্থীদের জ্ঞানভাণ্ডারকে সমৃদ্ধ করার শক্তি যােগাবে। তরুণ শিক্ষার্থীবৃন্দ এই বইটির অর্জিত জ্ঞান ও গাণিতিক দক্ষতাকে গণিত অলিম্পিয়াড তথা উচ্চতর গণিত চর্চায় কাজে লাগাতে সক্ষম হবে। এতে সৃজনশীল ও বুদ্ধিবৃত্তিক চর্চাকে সমৃদ্ধ করতে গণিতকে আনন্দের সাথে উপস্থাপন করা হয়েছে।