“বাংলাদেশের সংবিধান ও প্রাসঙ্গিক আলোচনা (সর্বশেষ সংশোধনীসহ)" বইটির ভূমিকা থেকে নেয়াঃ সংবিধান দেশের সর্বোচ্চ আইন। দেশের অন্য সকল আইনের উর্ধ্বে ইহার অবস্থান। যদি কোন আইন সংবিধানের সাথে অসামঞ্জস্যপূর্ণ হয় তাহলে ঐ আইনের যতখানি অসামঞ্জস্যপূর্ণ ততখানি বাতিল বলে গণ্য হবে। সংবিধান সম্পর্কে দেশের প্রতিটি মানুষের জ্ঞান থাকা আবশ্যক। সংবিধান সম্পর্কে জ্ঞান না থাকলে একজন মানুষকে প্রতিনিয়ত বিভিন্ন সমস্যায় পড়তে হয়। দেশ স্বাধীনের পর ১৯৭২ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সংবিধান রচনা করা হয়। এরপর দেশের পরিবর্তিত অবস্থা ও পরিস্থিতি বিবেচনা করে এ পর্যন্ত সংবিধানের সর্বমােট ১৬টি সংশােধনী করা হয়েছে। এই সংস্করণে সংবিধানকে যথাসম্ভব সহজ সরল পদ্ধতিতে পাঠকের সামনে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে । এই সংস্করণে হুবহু সংবিধান মুদ্রণ করা হয়নি, বরং সাধারণ পাঠকদের বােধগম্যতার স্বার্থে সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদের প্রাসঙ্গিক ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে। বইটিতে বাংলাদেশ সংবিধানের গুরুত্বপূর্ণ অনুচ্ছেদগুলাের আলােচনা করা হয়েছে। এছাড়া সংবিধানের সর্বশেষ কেস রেফারেন্স তুলে ধরা হয়েছে। আশা করছি বইটি ছাত্র, শিক্ষক ও আইনজীবীদের উপকারে আসবে।
Title
বাংলাদেশের সংবিধান ও প্রাসঙ্গিক আলোচনা (সর্বশেষ সংশোধনীসহ)