ফ্ল্যাপে লিখা কথা বাংলাদেশের লোককাহিনী ১ম খণ্ড বইটি সব বয়সের পাঠকদের উপযোগী জনপ্রিয় একটি প্রকাশনা। এটি একদিকে যেমন পাঠকদের নির্মল আনন্দ দেয়, তেমনি তা নীতি-নৈতিকতা ও শিক্ষা দেয়। বইটির ৫৪টি লৌকিক গল্প বা কিচ্ছা পাঠকদের আলাদা এক জগতে প্রবেশ করিয়ে দেয়। বিশেষ করে শিশু-কিশোররা বইটি পড়তে শুরু করলে পাঠ্যবই পড়তে ভুলে যায়। বইটি কাহিনী সংগ্রহ করতে জনাব হাবিবুল্লাহ পাঠানকে বহু লোকের কাছে বারবার যেতে হয়েছে। সহ্য করতে হয়েছে নানা বিড়ম্বনা ও তিরস্কার। চলে গেছে অনেক টাকাপয়সা। ব্যয় হয়েছে প্রচুর সময়। হারিয়ে প্রচুর সময়। হারিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করতে জাতির বৃহত্তর কল্যাণের জন্য তিনি এ মহৎ কাজ করেছেন। বয়স্ক পাঠকরা এটি পাঠ করলে সেই ছেলেবেলায় দাদি-নানি চাচি-ফুফুদের কোলে বসে কিচ্ছা শোনার দিনে ফিরে যান। তাই বারবার বইটি পড়তে চান পাঠক। ১ম প্রকাশের অল্পদিনের মধ্যেই সব কপি শেষ হয়ে যাওয়ায় প্রচুর চাহিদা থাকা সত্ত্বেও অনেককে বইটি দেয়া সম্ভব হয়নি। বইটি প্রথমেই ৩০ পৃষ্ঠার প্রসঙ্গ কথায় হাবিবুল্লা পাঠান লোককাহিনীর ওপর একটি সারগর্ভ ও মূল্যবান গবেষনামূলক নিবন্ধ সংযোজন করে বইয়ের উৎকর্ষ আরো বাড়িয়ে দিয়েছেন। বইয়ের শেষে লোকগল্প বা কিচ্ছাগুলোর কথক-পরিচিতি তুলে ধরেছেন। এতে বইটি সম্পর্কে পাঠক আরো উৎসাহিত হয়েছেন। বইটি পড়ে ড. আশরাফ সিদ্দিকী, ড. মনিরুজ্জামান, ড. মোমেন চৌধুরী, ড. আলাউদ্দিন আল আজাদ, ড. মাযহারুল ইসলাম মরমী কবি সাবির আহমেদ চৌদুরী, শামসুজ্জামান খান, সংবাদ সম্পাদক মরহুম বজলুর রহমান, ড. এনামুল হক, ড. আব্দুল মাল আবুল মুহিত, অধ্যক্ষ শরীফ আহমেদ সহ বহু বরেণ্য ব্যক্তি এর ভূয়সী প্রশংসা করেছেন। এ বইটি বাংলাভাষাভাষী প্রতিটি লোকের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে বলে মনে করি।