ওডিসি এবং হােমার গ্রিক পুরানের যে দুটি প্রাচীন মহাকাব্যের জন্য হােমার বিশ্ববিখ্যাত হয়ে আছেন, সম্ভবত থাকবেন চিরকালই- সেই দুই মহাকাব্যের একটি হচ্ছে ‘ওডিসি'। অংশত এটি হােমারের আরেক বিখ্যাত মহাকাব্য ইলিয়াডেরই ধারাবাহিকতা। সাহিত্যবােদ্ধাদের মতে আধুনিক পশ্চিমা সাহিত্যের ভিত গড়ে দিয়েছিল হােমারের এই দুই মহাকব্যইলিয়াড ও ওডিসি। হােমারের আরেক বিখ্যাত মহাকাব্য ‘ইলিয়াডে’র পর পশ্চিমা সাহিত্যে এখনও টিকে থাকা এটিই সবচেয়ে প্রাচীন সাহিত্যকর্ম ‘ইলিয়াড' হচ্ছে। প্রাচীনতম। বিশেষজ্ঞরা মনে করেন খ্রিষ্টপূর্ব অষ্টম শতকের শেষের দিকে আনাতােলিয়ার উপকূলে আইওনিয়ার কোনাে এক জায়গায় এটি রচিত হয়েছিল। হােমারের এই মহাকাব্যটির কাহিনি আবর্তিত হয়েছে ১০ বছরব্যাপী ট্রয় যুদ্ধে। ট্রয়ের পতনের পর ইথাকার রাজা, গ্রিক বীর ওডিসিয়াসের দেশে ফেরার অভিযানকে। ঘিরে। রােমান পুরাণে এই ওডিসিয়াসই ইউলিসিস নামে পরিচিত। ট্রয় যুদ্ধ শেষে ওডিসিয়াসের তথা ইউলিসিসের দেশে ফিরতেও লেগেছিল ১০ বছর। অর্থাৎ, তিনি ঘরছাড়া ছিলেন ২০ বছর। তার এই দীর্ঘ অনুপস্থিতিতে ইথাকার অবিবাহিত যুবকেরা ধারণা করতে থাকে যে ওডিসিয়াস হয় ট্রয়যুদ্ধে, নতুবা যুদ্ধশেষে ফেরার পথে মারা গেছে। যুদ্ধে যাওয়ার সময় ইথাকার রাজা ওডিসিয়াস স্ত্রী পেনিলােপে এবং তার নবজাতক পুত্র টেলিমেকাসকে প্রাসাদে রেখে গিয়েছিল। একদিকে টেলিমেকাস বড়াে হতে থাকে, অন্যদিকে পৌনলােপের পাণিপ্রার্থীদের অত্যাচার দিন দিন অসহ্য হয়ে ওঠে…..