লেখক পরিচিতি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে অনার্সসহ এমএ। বর্তমানে সাপ্তাহিক বিচিত্রার ভারপ্রাপ্ত সম্পাদক।
ফ্ল্যাপে লিখা কথা কিশোর সাহিত্য সমগ্র প্রকাশ হওয়াটা যে কোনো লেখকের কাছে গৌরবের বিষয়। বেবী মওদুদ কৈশোরকাল থেকেই আমাদের শিশুসাহিত্য জগতের একজন নিয়মিত লেখিকা। ষাট-সত্তর দশকে দৈনিক পত্রিকার সাহিত্য পাতা ও শিশু-কিশোর ম্যাগাজিনে তিনি লিখে আসছেন। বিশেষ করে ‘খেলাঘর’,কচি ও কাঁচার আসর’ , ‘চাঁদের হাট’, ‘টাপুর টুপুর’, ‘সবুজ পাতা’ ইত্যাদি পত্রিকায় তাঁর অসংখ্য গল্প , কবিতা ও ছড়া ছাপা হয়েছে। কিন্তু এই কিশোরসমগ্র আমরা পাই ছোটদের জন্য লেখা গল্প ও ছড়া বইয়ের সংকলন। শিশুর কৌতূহল মন ও মানসকে মাথায় রেখে এই লেখা গুলো সহজ ও সরল ভাষায় লিখেছেন, একটানা পড়ে শেষ না করে উপায় নেই। বিশেষ করে ‘শেখ মুজিবের ছেলেবেলা’ একটি চমৎকার গল্প। বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানরে ছেলেবেলা অত্যন্ত সহজ ভাষায়, নিপুণ কৌশলে তিনি সত্যনিষ্ঠভাবে যে তুলে ধরেছেন এখানেই লেখনী শক্তিমত্তার পরিচয়। ‘দীপ্তর জন ভালোবাসা’ একটি অসুস্থ ছেলের গল্প। অসুস্থ বা প্রতিবন্ধী শিশুমাত্রই যে কত অসহায় এবং অস্থির প্রকৃতির তা আমরা পড়ে জানতে পারি। ‘মুক্তিযোদ্ধা মানিক’ একটি আবেদনময়ী গল্প। পড়তে পড়তে সামনে ভেসে ওঠে সেই একাত্তরের ঢাকা শহর। মুক্তিযোদ্ধাদের বীরত্ব আমাদের আবেগতাড়িত করে। বেবী মওদুদের কিশোর সাহিত্য সমগ্র সকলের ভালো লাগবে। আমাদের শিশুসাহিত্যেকে সমৃদ্ধ করবে বলে আশা রাখি। শামসুজ্জামান খান মহাপরিচালক, বাংলা একাডেমী
লেখক, সাংবাদিক ও সংদস সদস্য বেবী মওদুদ-এর জন্ম ১৯৪৮ সালের ২৩শে জুন। তার পিতা বিচারপতি আবদুল মওদুদ এবং মাতা হেদায়েতুন নেসা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭০ সালে বাংলা সাহিত্যে সম্মানসহ স্নাতক ও ১৯৭১ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ছােটবেলা থেকেই তিনি লেখালেখির সঙ্গে যুক্ত হন এবং বিভিন্ন দৈনিক পত্রিকার ছােটদের পাতায়। লিখতে থাকেন। তাঁর প্রকাশিত গ্রন্থের মধ্যে গণতন্ত্রের মানসকন্যা শেখ হাসিনা, বাংলাদেশের নারী, বঙ্গবন্ধু ও তাঁর পরিবার, ফজিলাতুননেছা রেণু (জীবনীগ্রন্থ), রােকেয়া পাঠ, আমার রােকেয়া, চিরন্তন প্রতিকৃতি-রােকেয়া, প্রতিবন্ধীদের আনন্দময় জীবন, প্রতিবন্ধিতা অভিশাপ নয়-প্রভৃতি উল্লেখযােগ্য। তাঁর শিশুতােষ রচনাগুলাের মধ্যে শেখ মুজিবের ছেলেবেলা, সুষি পুষি টুশি, দীপ্তর জন্যে। ভালােবাসা, টুনুর হারিয়ে যাওয়া, শান্তর আনন্দ, এক যে ছেলে আনু, মুক্তিযােদ্ধা মাণিক, কিশাের সাহিত্য সমগ্র, আবু আর বাবু, পুটুর জন্যে ছড়া ও কবিতা, টুনটুনি টুনটুন, রাসেলের গল্প, বাঙালির শুদ্ধনাম শেখ মুজিবুর রহমান, আমি রাজু উল্লেখযােগ্য। তাঁর সম্পাদিত গ্রন্থের সংখ্যা পঁচিশ। মৃত্যু ২৫শে জুলাই ২০১৪।