"তিববে নববী" বইটি সম্পর্কে কিছু কথা: চলমান জগতে প্রতিটি ধর্মই যদিও পরিচ্ছন্নতার ওপর গুরুত্ব আরােপ করেছে। এরপরেও এ বিষয়ে ইসলামের বিস্তারিত দিক-নির্দেশনা সত্যিই অফুরন্ত কল্যাণকর। ইসলাম এ বিষয়ে এমন সব নীতিমালা দান করেছে। যে, অন্য কোন ধর্মে এর তুলনা খোঁজে পাওয়া যায় না। আমাদের পর্ববর্তী মনীষীগণেরা ছােট-খাটো বিষয়েও এ রকম বিস্তারিত আলােচনা করেছেন যে, তা পাঠ করে অবাক হতে হয়। এজন্য পরিচ্ছন্নতার ব্যাপারে ইসলামী নিয়ম- কানুনের তাৎপর্য উপলদ্ধি করা সকলের জন্যই অত্যন্ত এক জরুরী কল্যাণকর বিষয়। আর গভীরভাবে এসব নিয়ম-পদ্ধতি গভীরভাবে উপলব্ধি করা হলে এর উপকারীতা কিছুতেই অস্বীকার করা যায় না। স্বাস্থ্য রক্ষার বিষয়টি যদিও খুব সাধারণ এক ব্যাপার এবং খুবই হালকা বিষয় মনে হয় এর পরও তা মানবজীবনে একটি গুরুত্বপূর্ণ মৌলিক বিষয়ের সাথে ওৎপ্রােতভাবে জড়িত। এজন্য প্রত্যেক মুসলমানের আবশ্যই কর্তব্য হচ্ছে স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকা এবং এটা মহান আল্লাহ্ বিরাট এক নিয়ামতের প্রতিদান হিসেবে বিবেচনা করে স্বাস্থ্য সম্পর্কে সব সময় সজাগ ও সচেতন থেকে কর্তব্য ও দায়িত্ব পালন করা। অতএব স্বাস্থ্য নামক কুদরতী বিধানের অবজ্ঞা ও অমর্যাদা যাতে কোন ভাবেই যেন অবহেলিত না হয় সে দিকে। প্রত্যেকেরই একান্তভাবে লক্ষ্য রাখা উচিত। যারা এ প্রসঙ্গটি নিয়ে চিনিমিনি খেলা করে তারা যে আল্লাহ প্রদত্ত বিধান নিয়ামতের অকৃজ্ঞতা প্রকাশ করে নিজ জীবনে গাফলতীর পথে পরিণত হয়। এজন্য পৃথিবীতে সুষ্ঠ ও সুন্দরভাবে জীবন যাপন করার জন্য ইসলামী শিক্ষার প্রচলন ব্যক্তি, পরিবার ও রাষ্ট্রীয় জীবনে একান্তই প্রয়ােজন। কেননা, ইসলাম শুধু উপদেশ আর লিখা আইনের সংবিধান নয় বরং ইসলাম মানবতা প্রতিষ্ঠার জন্য এক বাস্তবমুখী কর্মসূচীও প্রণয়ন করেছে। গবেষণা আলােকে দেখা গিয়েছে যে ইসলামের মানবতা ও বাস্তবতা প্রতিষ্ঠা কর্মসূচী জীবনে সুফল বয়ে আনে।