পাঠকের সমীপে অসংখ্য শুকরিয়া মহান প্রভুর দরবারে। যিনি এ গ্রন্থটি পাঠকের হাতে তুলে দেয়ার তাওফিক দিয়েছেন। অগণিত দরূদ ও সালাম পাঠ করছি উম্মতের কাণ্ডারী খাতামুন্নাবীয় হযরত মুহাম্মাদ... See more
TK. 220 TK. 121 You Save TK. 99 (45%)
Get eBook Version
US $2.34
* স্টক আউট হওয়ার আগেই অর্ডার করুন
কমিয়ে দেখুন
বাংলাদেশে এই প্রথম "অনলাইন বাণিজ্য মেলা" ১ লক্ষাধিক পণ্যে ৭৫% পর্যন্ত ছাড়! সাথে BOGO, 100+ Bundle, ফ্রি শিপিং সহ আকর্ষণীয় সব অফার!
আরো দেখুন
বাংলাদেশে এই প্রথম "অনলাইন বাণিজ্য মেলা" ১ লক্ষাধিক পণ্যে ৭৫% পর্যন্ত ছাড়! সাথে BOGO, 100+ Bundle, ফ্রি শিপিং সহ আকর্ষণীয় সব অফার!
নিশ্চিত ৫০% ছাড়ে পাচ্ছেন সমকালীন প্রকাশন-এর সকল বই!
পাঠকের সমীপে অসংখ্য শুকরিয়া মহান প্রভুর দরবারে। যিনি এ গ্রন্থটি পাঠকের হাতে তুলে দেয়ার তাওফিক দিয়েছেন। অগণিত দরূদ ও সালাম পাঠ করছি উম্মতের কাণ্ডারী খাতামুন্নাবীয় হযরত মুহাম্মাদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। যার উসিলায় এ সুন্দর পৃথিবী। শান্তি বর্ষিত হোক সেই সোনালি জামাআত সাহাবায়ে কেরামের উপর, যাদের সবকিছুর কুরবানির বিনিময়ে আমরা আজ মুসলমান । আল্লাহ তা'য়ালা পবিত্র কুরআনে এরশাদ করেন أعدت للمتقين. অর্থ : যা তৈরি করা হয়েছে পরহেযগারদের জন্য। -সূরা আলে ইমরান-১৩৩ অন্য এক আয়াতে আল্লাহ তা'য়ালা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সম্বোধন করে এরশাদ করেন وإنك لعلى خلق عظيم. অর্থ : এবং আপনি অবশ্যই মহান চরিত্রের অধিকারী। -সূরা ক্বলাম-৪ এ সম্পর্কে একটি হাদীস হযরত আনাস ইবনে মালেক (রা.) থেকে বর্ণিত তিনি বলেন- রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন- “যে ব্যক্তি মিথ্যা পরিহার করে এ মনে করে যে, তা বাতিল, তার জন্য জান্নাতের কিনারায় একটি প্রাসাদ নির্মাণ করা হয়। আর যে ব্যক্তি ঝগড়া পরিহার করে অথচ সে হক পন্থী, তার জন্য জান্নাতের মধ্যবর্তী স্থানে প্রসাদ নির্মাণ করা হবে এবং যে ব্যক্তি চরিত্রকে উত্তম করে, তার জন্য জান্নাতের সর্বোচ্চ স্থানে বালাখানা নির্মাণ করা হবে।" -ইবনে মাজাহ শরীফ-৫১ উপরোক্ত কুরআনের আয়াত ও হাদীসের দ্বারা বুঝা যায়, পরহেযগারদের জন্য দুনিয়া ও আখেরাতে রয়েছে মঙ্গলজনক সু-সংবাদ। মূলত গ্রন্থটির মাঝে একজন মুসলমানের সন্তান জন্মের পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত ইসলামী জীবন পরিচালনা করার জন্য যেসব বিষয় সামনে আসে তা নিয়ে আলোচনা করা হয়েছে। বিভিন্ন বিষয়ের সমস্যার ইসলামী সমাধান তুলে ধরা হয়েছে। এ গ্রন্থটি পরহেযগারী অবলম্বনকারীদের জন্য বিশাল সহায়ক হবে। উত্তম চরিত্র গঠন করতে পারবে ইনশাআল্লাহ! আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন উত্তম চরিত্রের অধিকারী তা আল্লাহ তা'য়ালার কালাম দ্বারা প্রমাণিত। তাই আমাদের নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নামাযের পর কোন আমল করতেন ও তাঁর দৈনন্দিন কিছু আমল তুলে ধরা হয়েছে। আল্লাহ তায়ালা আমাদেরকে এ গ্রন্থ পাঠ করে আমল করার তাওফিক দান করুন, আমিন। আমার এ বইয়ের কিছু প্রবন্ধ অনেক পত্র-পত্রিকায় ছাপা হয়েছে। সেগুলোকে একত্র করে তাতে আরো কিছু সংযোজন করে দুই মলাটে আনা হয়েছে। যার নাম দেওয়া হয়েছে 'আলোকিত জীবনের সন্ধানে' তাই আশা করা যায় এ গ্রন্থটি পাঠ করে আমল করতে পারলে আমরা দুনিয়া ও আখেরাতের আলোকিত জীবনের সন্ধান পাবো । এ বইটি লিখতে গিয়ে অনেক বই পত্র-পত্রিকার সহযোগীতা নিতে হয়েছে। উক্ত সংশ্লিষ্ট লেখক-প্রকাশক কতৃপক্ষের কাছে আমি কৃতজ্ঞ। গ্রন্থটিকে আলোর মুখ দেখিয়েছেন ফুলদানি প্রকাশনী, বাংলাবাজার, ঢাকা । তাই আমি প্রকাশক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই । আমাদের জীবনে অনেক ভুল, তাই এখানেও থাকা স্বাভাবিক। যদি কোনো বিজ্ঞ পাঠকের কাছে কোনো রকম ভুল ধরা পরে আমাদেরকে জানানোর অনুরোধ রইল । আমরা পরবর্তী সংস্করণে তা সংশোধনের চেষ্টা করবো। পরিশেষে দু'আর প্রার্থী আমার আম্মা-আব্বা, শ্বশুর-শাশুড়ি, সহধর্মিনী, ভাই-বোন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, ছাত্র- উস্তাদসহ যারা আমার জন্য সবসময় দু'আ করেন, ভালোবাসেন তাদের জন্য। আল্লাহ তায়ালা এ গ্রন্থসহ লেখক-পাঠক ও সংশ্লিষ্ট সবাইকে কবুল করুন, আমিন! দু'আর মোহতাজ এইচ এম জাবেদ হোসাইন তারিখ ২৯-০৫-১৬ ঈসায়ী পানিয়ারূপ, কসবা, ব্রাহ্মণবাড়িয়া ।