" Information of Flap: An inspirational selection of quotations which have influenced and shaped the thinking of one of India's most learned men–A.P.J. Abdul Kalam. From his schooldays to this day, when he is over eight decades old, Dr Kalam has been a lover of the written word. In The Guiding Light, he chooses the finest examples of writings from the numerous books, religious texts, philosophical tracts and poetry that he has read over the years. These words have impacted and shaped his thinking, helped him in times of need and made him the person he is. He has quoted from these works in his writings and lectures, that have inspired millions of people he has met all over the world. Included here are extracts from the works of writers as diverse as Rabindranath Tagore, Albert Einstein, Friedrich Nietzsche, Jiddu Krishnamurti, William Shakespeare, John Milton and Mahatma Gandhi; as well as lines from the Holy Koran, Bhagavad Gita, the Bible, the Thirukural and a myriad other works. Eclectic, erudite and thought-provoking, The Guiding Light is a treasure house of wisdom and deep reflection. Beautiful and immortal, the pieces here will inspire generations of readers as they have inspired Dr Kalam. Contents: Introduction vii On Reading xiii Faith 1 Belief 15 Difficulties 41 Odds and Ends 71 Tributes 95 Some Thoughts 119 Radiance 143 The Might of Time 157 Acknowledgements 170 The Last Word: Born on 15 October 1931, at Rameswaram in Tamil Nadu, Dr Avul Pakir Jainulabdeen Abdul Kalam specialized in Aeronautical Engineering from Madras Institute of Technology. Dr Kalam is one of the most distinguished scientists of India and has been awarded the Padma Bhushan (1981), the Padma Vibhushan (1990) and India's highest civilian award, the Bharat Ratna (1997). Dr Kalam became the eleventh President of India on 25 July 2002. His focus and greatest ambition remains finding ways that will transform India into a developed nation.
Title
The Guiding Light : A Selection of Quotations from My Favourite Books
আবুল পাকির জয়নুল-আবেদিন আব্দুল কালাম (১৫ অক্টোবর ১৯৩১ - ২৭ জুলাই ২০১৫) ছিলেন ভারতীয় প্রজাতন্ত্রের একাদশ রাষ্ট্রপতি (২০০২২০০৭)। কালাম তাঁর কর্মজীবন শুরু করেছিলেন একজন বিজ্ঞানী হিসেবে। পরে তিনি ঘটনাচক্রে রাজনীতিবিদে পরিণত হন। কালামের জন্ম অধুনা ভারতের তামিলনাড়ু রাজ্যের রামেশ্বরমে। তিনি পদার্থবিদ্যা ও বিমান প্রযুক্তিবিদ্যা নিয়ে পড়াশোনা করেছিলেন। এরপর চল্লিশ বছর তিনি প্রধানত রক্ষা অনুসন্ধান ও বিকাশ সংগঠন (ডিআরডিও) ও ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থায় (ইসরো) বিজ্ঞানী ও বিজ্ঞান প্রশাসক হিসেবে কাজ করেন। ভারতের অসামরিক মহাকাশ কর্মসূচি ও সামরিক সুসংহত নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচির সঙ্গে তিনি অঙ্গাঙ্গীভাবে যুক্ত ছিলেন। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও মহাকাশযানবাহী রকেট উন্নয়নের কাজে তাঁর অবদানের জন্য তাঁকে ‘ভারতের ক্ষেপণাস্ত্র মানব’ বা ‘মিশাইল ম্যান অফ ইন্ডিয়া’ বলা হয়। ১৯৯৮ সালেপোখরান-দুই পরমাণু বোমা পরীক্ষায় তিনি প্রধান সাংগঠনিক, প্রযুক্তিগত ও রাজনৈতিক ভূমিকা পালন করেন। এটি ছিল ১৯৭৪ সালে স্মাইলিং বুদ্ধ নামে পরিচিত প্রথম পরমাণু বোমা পরীক্ষার পর দ্বিতীয় পরমাণু বোমা পরীক্ষা।২০০২ সালে কালাম তৎকালীন শাসকদল ভারতীয় জনতা পার্টি ও বিরোধী দল ভারতীয় জাতীয় কংগ্রেসের সমর্থনে রাষ্ট্রপতি নির্বাচিত হন। পাঁচ বছর এই পদে আসীন থাকার পর তিনি শিক্ষাবিদ, লেখক ও জনসেবকের সাধারণ জীবন বেছে নেন। ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্ন সহ একাধিক গুরুত্বপূর্ণ সম্মান ও পুরস্কার পেয়েছিলেন কালাম।