“দুশ্চিন্তামুক্তির মহৌষধ" বইটির ফ্ল্যাপ এর লেখাঃ আমাদের দেশে একটি প্রচলিত প্রবাদ আছে“যে বনে বাঘ নাই সে বনে শিয়ালই বাঘ’ । কথাটির বাস্তব প্রয়ােগ চলছে এখন আমাদের মুসলিমমানসে। ‘অভিলাষী’ মুসলমানরা রাষ্ট্র চালানাের মতাে নতুন কোনাে মতবাদ যখন সৃষ্টি করতে পারে না তখন মুসলমানদের খাওয়ানাের জন্য গণতন্ত্রই হয়ে যায় সর্বোৎকৃষ্ট কাচামাল; মুসলমানদের ধর্মীয়গুরুরা যখন আয়েশে ঘুমান তখন তাদের নেতা হয়ে যান আহমাদিনেজাদ; যখন তাদের হাত উঠে যায় কোরআনের হরফ থেকে তখন তাদের শান্তি দিতে উদয় হয়। কোয়ান্টাম ফাউন্ডেশনধর্মী মনােবৈকল্যের প্রতিষ্ঠান। অথচ কোরআন বারবার আমাদের আহ্বান করছে সব সমস্যা থেকে উত্তরণের পরশপাথর নিয়ে। আমাদের দুর্ভাগ্য যে, আমরা কোরআনের আহ্বানের চেয়ে মানবরচিত ঠুনকো এবং চটকদার পার্থিব উপায়-উপকরণে। খুঁজে বেড়াই আমাদের উত্তরণের সিঁড়ি। এটি একদিকে যেমন আমাদের হতাশা বাড়ায় তেমনি আমাদের সমস্যাকে করে তােলে। আরাে বেশি জটিল ও কঠিন ফলে রাসুল মােহাম্মদ [সল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম]-এর সেই বাণীই বারবার প্রতিফলিত হয় আমাদের জীবনে যদি তােমরা দুটি জিনিসকে আঁকড়ে ধরাে তবে তােমরা কখনাে বিপথগামী হবে না; একটি আল্লাহর কোরআন অপরটি আমার সুন্নত’। 'পরিতাপের বিষয়, আমরা দুটোকেই ছেড়ে দিয়ে বিপথের গলি-ঘুপচিতে খুঁজে ফিরছি শান্তি ও সমৃদ্ধি। এর চেয়ে বড়াে হঠকারিতা আর কী হতে পারে?