"দ্য পোয়েট" বইয়ের পিছনের কভারের লেখা: ক্রাইম রিপাের্টার জন ম্যাকেভয়ের কাজ আবর্তিত হয় মৃত্যুকে ঘিরে। কিন্তু তার পুলিশ অফিসার যমজ ভাই যখন আত্মহত্যার পথ বেছে নেয় তখন অবসাদ থেকে মুক্তি পাবার জন্যই ভাইয়ের মৃত্যু আর পুলিশ অফিসারদের আত্মহত্যার বিষয়টি খতিয়ে দেখতে শুরু করে সে। অনুসন্ধান চালাতে গিয়ে ভয়ঙ্কর একটি সত্য আবিস্কৃত হয়-তার ভাইয়ের মৃত্যুর ধরণের সাথে বেশ কিছু পুলিশ অফিসারের আত্মহত্যার ঘটনার মিল রয়েছে-সবগুলাে কেসেই সুইসাইড নােট হিসেবে এডগার অ্যালান পােয়ের কবিতার পংক্তি লেখা! তাহলে কি কোন এক সিরিয়াল কিলার বেছে বেছে পুলিশ অফিসারদের খুন করে যাচ্ছে? খুনির শিকারে পরিণত না হলে এ রকম একটি রহস্যের সমাধান বদলে দিতে পারে তার সাংবাদিক জীবনকে। কিন্তু কাজটা মােটেও সহজ নয়। ধীরে ধীরে উন্মােচিত হতে থাকে এক ভয়ঙ্কর অন্ধকারের গল্প।
মাইকেল কনেলির জন্ম ফিলাডেলফিয়া পেনসি-লভেনিয়াতে ১৯৫৬ সালের জুলইয়ের ২১ তারিখে । বারো বছর বয়সে পরিবারের সাথে ফ্লোরিডায় চলে আসেন তিনি । ইউনিভার্সিটি অভ ফ্লোরিডায় অধ্যয়ন কালে রেমন্ড চ্যান্ডলারের বই আবিষ্কারের পর লেখক হবার সিদ্ধান্ত নেন তিনি । ফলশ্রুতিতে মেজর করেন জার্নালিজমে এবং মাইনর করেন ক্রিয়েটিভ রাইটিংয়ে । ১৯৮০ সালে গ্রাজুয়েটের পর প্রথমে ফ্লোরিডায় এবং পরে দেশের অন্যতম বৃহৎ সংবাদপত্র লস এঞ্জেলের টাইমসে ক্রাইম রিপোর্টার হিসেবে কাজ করেন তারপর প্রথম উপন্যাস দ্য ব্ল্যাক একো সম্মানজনক মিস্ট্রি রাইটার্স অভ অ্যামেরিকা এডগার পুরস্কার জেতে ১৯৯২ সালে । নিউইয়র্ক টাইমস, বেস্টসেলার লেখক মাইকেল কনেলি এককালে পেশায় ছিলেন জার্নালিস্ট । বিশ্বব্যাপী কনেলি বাইয়ের আশি মিলিয়নেরও বেশি কপি বিক্রি হয়েছে এবং অনূদিত হয়েছে পয়তাল্লিশটি ভিন্ন ভাষায় । দ্য দ্য ব্রাস ভার্ডিক্ট , দ্য লিংকন ল্য’ইয়ার-হ্যারি বশ উপন্যাসের সর্বোচ্চ বিক্রিত সিরিজ । বর্তমানে তিনি ক্যালিফোর্নিয়া ও ফ্লোরিডায় তার অবসর জীবন কাটাচ্ছেন ।