ফ্ল্যাপে লিখা কথা বাংলা, হিন্দি, উর্দু, ইংরেজি এই চার ভাষার সিনেমা ও অভিনেতা-অভিনেত্রীরা আমাদের তৎকালীন পূর্ববাংলায় (বর্তমান বাংলাদেশ) অসম্ভব জনপ্রিয় ছিলেন। হলিউডের ক্লার্ক গ্যাবেল, গ্রেটা গার্বো, মেরিলিন মনরো, রিটা হেওয়ার্থ, ভিভিয়েন লে. গ্রেস কেলি, এলিজাবেথ টেলরকে নিয়ে কত হৈচৈ। সদ্যপ্রয়াত সংগীতশিল্পী মাইকেল জ্যাকসনের জনপ্রিয়তাও বলে শেষ করার নয়। কলকাতার বাংলা ছবিতে সুচিত্রা সেন, উত্তম কুমার-এর আগে দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, প্রমষেশ চন্দ্র বড়ুয়া, কাননদেবী, সাধনা বসু; আর ঢাকার ছবিতে রহমান, সুমিতা দেবী, সুলতানা জামান, রওশন আরা, আনোয়ার হোসেন প্রমুকও কম ছিলেন না। হিন্দিছবির পৃথ্বিরাজ কাপুর, অশোক কুমার, মতিলাল, দিলীপ কুমার, দেব আনন্দ, রাজকাপুর, দেবিকা রানী, লীলা চিৎনিশ, নার্গিস, মধুবালা, সুরাইয়া, নূরজাহান, নিন্মি; একই পাশাপাশি লাহোরের সন্তোষ কুমার, সাবিহার খ্যাতি ছিল আকাশচুম্বী। অতীতের তারকা এবং এ যুগের (২০০৯ সাল পর্যন্ত) রানী মুখার্জী, শাহরুখ খান, সালমান খান প্রমুখের অবদানও এই পুস্তিকায় তুলে ধরা হয়েছে।
চলচ্চিত্রকে যাঁরা ভালোবসেন, তারকাদের সম্পর্কে যাঁরা জানতে চান কিংবা একটি ইতিহাস হাতের কাছে রাখতে চান তাঁদের কাছে লেখক লিয়াকত হোসেন খোকনের এই পুস্তিকাটি হতে পারে অতি আদরণীয়।
Liakot Hosan Khokon লেখক লিয়াকত হােসেন খোকন ১৯৫৩ সালের ১৪ মার্চ পিরোজপুর শহরের রায় বাহাদুর রোডে (আদর্শপাড়া) ‘স্মৃতি ভবনে’ জন্মগ্রহণ করেন । পিতা মৃত আমির হােসেন মিয়া এবং মাতা মৃত্যু আমেনা খাতুন | লেখক ১৯৭৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে মাস্টার্স ডিগ্রি লাভের পর প্রাতিষ্ঠানিক পড়াশোনার ইতি টানেন । ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত, সহধর্মিণী শওকত আরা ডলি । অলি শাহরিয়ার হাসান ও লিয়াকত হােসেন খোকন । ১৯৯৬ সালে তার লেখা বাংলাদেশ ভ্ৰমণ পুস্তিকাটি প্রকাশিত হয় হাক্কানি পাবলিশার্স থেকে । তার দ্বিতীয় গ্ৰন্থ ৬৪ জেলা ভ্ৰমণ অনিন্দ্য প্রকাশ থেকে বের হয়। ২০০৭ সালে । ২০০৮ সালে প্রকাশ হয় তাঁর তৃতীয় গ্রন্থ ভারত নেপাল ভূটান ভ্ৰমণ । ১৯৭৩ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত পার্শ্ববর্তী দেশ ভারতের প্রতিটি প্রদেশ তিনি ঘুরে দেখেছেন । ১৯৭৫ সালে জাদুটোনার দেশ কামরূপ কামাখ্যায় প্রথম যান, তখন তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্র । তারপর ২০০৮ সালের এপ্রিল পর্যন্ত এ নিয়ে মোট সাতবার কামরূপ কামাখ্যায় তিনি গিয়েছেন । জাদুকর, ভূতপেত্রিদের খপ্পরে পড়েও তিনি ফিরে আসতে সক্ষম হয়েছেন । সেই অভিজ্ঞতার আলোকে লেখক লিয়াকত হােসেন খোকনের এবারের আয়োজন জাদু টােনার দেশ কামরূপ কামাখ্যা পুস্তিকাটি ।