'দ্য সিক্রেট রহস্য' বইয়ের লেখা কি সেই রহস্য? বব প্রক্টর আপনি সম্ভবতঃ বিস্মিত হয়ে বসে ভাবছেন কি সেই রহস্য? কিভাবে সে কথা বুঝলাম তা আমি আপনাকে বলব। আমরা সকলে একই অসীম শক্তির সঙ্গে কাজ করি। আমরা প্রত্যেকেই একই নিয়মের সাহায্যে নিজেদের পরিচালিত করি। মহাবিশ্বের প্রাকৃতিক নিয়ম এতটাই যথাযথ যে মহাকাশযান বানাতে আমাদের কোনো কষ্ট হয় না। আমরা চাঁদে মানুষ পাঠাতে পারি, এবং এক সেকেন্ডের এক ভগ্নাংশের যাথাযাথ্যের দ্বারা আমরা ঠিক করতে পারি নেমে আসার সময়। ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, স্টকহম, লন্ডন, টরেটো, মন্ট্রিয়াল বা নিউইয়র্কে—আমরা সকলেই সেই একই শক্তির সাথে কাজ করি, একই নিয়মে। তা হল, আকর্ষণের নিয়ম! আকর্ষণের নীতি হল সেই রহস্য! আপনার জীবনে যা কিছু আসছে আপনিই তাদের আকর্ষণ করে আনছেন। আপনার মনের মধ্যে যে ছবি আপনি ধরে রেখেছেন তার দ্বারাই আকর্ষিত হচ্ছে। আপনি যা চিন্তা করছেন ঠিক তাই হচ্ছে। আপনার মনের মধ্যে যা কিছু ঘটছে আপনি তাকেই নিজের কাছে আকর্ষণ করছেন। ‘আপনার প্রতিটি ভাবনাই হল সত্য-প্রকৃত শক্তি’<
আলোচ্য সূচি রহস্য প্রকাশিত কি সেই রহস্য একই রকম বস্তু পরস্পরকে আকর্ষণ করে ভালোকে আকর্ষণ করুন দূর করুন মন্দকে আপনার মনের শক্তি রহস্য সরলীকৃত ভালোবাসা হলো শ্রেষ্ঠ আবেগ রহস্য কিভাবে প্রয়াগে করবেন? সৃজন প্রক্রিয়া রহস্য এবং আপনার শরীর আগে থেকে রচনা করুন আপনার সুদিন শক্তিশালী প্রক্রিয়া কৃতজ্ঞতা একটি সবল প্রক্রিয়া মনের দৃষ্টিতে দেখা শক্তিশালী প্রক্রিয়া শক্তিশালী প্রক্রিয়া সক্রিয় হয়ে ওঠে ধন এর রহস্য প্রাচুর্যকে আকর্ষণ করুন সমৃদ্ধির প্রতি দৃষ্টি নিবদ্ধ করুন টাকা পেতে হলে টাকা দিন সম্পর্কের রহস্য আপনার কাজ হলো আপনাকে ঠিক করা স্বাস্থ্যের রহস্য হাসি হলো সেরা ঔষধ পরিপূর্ণতার ভাবনা ভাবুন কোনো কিছুরই নিরাময় অসম্ভব নয় জগৎ-সংসারের রহস্য মহাবিশ্বের ভাণ্ডার অফুরন্ত আপনার জন্য রহস্য আপনি আপনার অতীত নন! আপনার ভাবনা সম্পর্কে সচেতন হোন জীবনের রহস্য আপনার চমৎকারিতুকে আলিঙ্গন করুন লেখকদের জীবনকথা
রোন্ডা বাইর্ণ এর জন্ম ১৯৪৫ সালে অস্ট্রেলিয়ার মেলবোর্নে। তিনি অস্ট্রেলিয়ার টেলিভিশনের একজন লেখিকা এবং প্রযোজিকা। তার New Thought Books এর জন্য তিনি সর্বাধিক প্রসিদ্ধ। The Secret বইটি চলচ্চিত্রের উদ্দেশ্যে লিখিত এবং একই নামে তিনি বইটি প্রযোজনা করেছেন। The Secret বইটির পরিনাম দেখানো হয়েছে শক্তির মধ্য দিয়ে। তিনি Magic নামে আরও একটি বই লিখেছেন। The Secret বইটি প্রকাশ হওয়ার সাথে সাথে সারা পৃথিবীতে আলোড়িত হয়ে ১৯ মিলিয়ন কপি বিক্রি হয়েছে। মহাবিশ্বের সাথে মানুষের যে আকর্ষণ ও সম্পর্ক রয়েছে। এবং সে সম্পর্কের মাঝে যে রহস্য লুকায়িত রয়েছে তা নিয়ে এই বইটি রূপায়িত হয়েছে।