"দ্য আর্ট অফ রিস্ট - স্পিন বোলিং" বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ বােলারের হাত থেকে বের হওয়া বলের ভেলকিতে ব্যাটসম্যানের পরাভূত হওয়ার ঘটনা দেখাটা বেশ আনন্দের। তবে ব্যাটসম্যানের জন্য কৌশলী এই ফাঁদ তৈরি করা মােটেও সহজ কাজ নয়। রিস্ট স্পিনাররা সেই কাজটা বেশ সাবলীলভাবে করে যাচ্ছেন। তার এই সাবলীল কৌশলের পেছনে যে পরিশ্রম আর অধ্যবসায় রয়েছে এবং একজন রিস্ট স্পিনার হিসেবে গড়ে উঠতে যে অনুশীলনের প্রয়ােজন রয়েছে, সে সব নিয়েই এই বইয়ের আলােচনা। ক্রিকেটারদের তাে বটেই, ক্রিকেট প্রশিক্ষণের সঙ্গে জড়িত কোচদের জন্য দরকারী এই বইটি। কিথ অ্যান্ড্র ইংল্যান্ড অ্যান্ড নর্দাম্পটনশায়ার সিসিসি সাবেক নির্বাহী প্রধান, ন্যাশনাল ক্রিকেট অ্যাসােসিয়েশন, জুন ১৯৯৪ আমার জন্য এটা দারুণ আনন্দের বিষয় যে আমি এই বইয়ের ভূমিকা লেখার সুযােগ পেয়েছি। আমি ভাগ্যবান যে পিটারের সঙ্গে এবং তার বিপক্ষে ক্লাব পর্যায়ে এবং প্রথম শ্রেণী ক্রিকেটে খেলার সুযােগ পেয়েছি। ব্যাট ও বল হাতে তার ছিল দারুণ খেলােয়াড়ী জীবন এবং খেলাটা দারুণভাবে উপভােগ করেছেন। খেলােয়াড়ী জীবন থেকে কোচিং ক্যারিয়ার পর্যন্ত আমাদের মধ্যে দারুণ সম্পর্ক ছিল। ১৯৭৩ সাল থেকে অস্ট্রেলিয়ান ক্রিকেট বাের্ড অ্যাডভান্সড় কোর্স কোচিংয়ে তার চমৎকার অবদান ছিল। ক্রিকেট বিষয়ে তার দারুণ জ্ঞান বিভিন্ন পর্যায়ে তাকে বক্তব্য প্রদানে উৎসাহ জুগিয়েছে। এসবের পাশাপাশি তার ক্ষুরধার জ্ঞান স্কুল পর্যায়ের ক্রিকেট থেকে টেস্ট ক্রিকেটার পর্যন্ত তার যােগাযােগের দারুণ সামর্থ্য ছিল। জীবনের বেশির ভাগ সময় তিনি শিক্ষকতা করেছেন। তবে নিউ সাউথ ওয়েলস ও সাউথ অস্ট্রেলিয়ান শেফিল্ড শিল্ডের বিভিন্ন দল এবং অস্ট্রেলিয়া থেকে ইংল্যান্ড পর্যন্ত দলের সঙ্গে কোচ হিসেবে কাজ করেছেন। আমি তার ভালােবাসা ‘রিস্ট স্পিন বােলিং’ লেখা দেখতে পেয়ে দারুণ খুশি হয়েছি। আমি আশা করি সকল ক্রিকেটার, সে স্পিনার হােক আর না হােক বইটি উপভােগ করবে। আমি বইয়ের সাফল্য কামনা করছি, সেই সঙ্গে আশা করছি পাঠক বইটি উপভােগ করবে। ব্রায়ান টাবের ন্যাশনাল ডিরেক্টর অব কোচিং অস্ট্রেলিয়া। আগস্ট, ১৯৯৪