"মাইক্রোসফট একসিস এক্সপি" বইয়ের কথা: সাধারণত ডাটাবেজ প্রােগ্রাম বা সফটওয়্যার হিসেবে মাইক্রোসফট একসিস (Microsoft Access)-কে চিহ্নিত করা হলেও শুধু ডাটাবেজ সফটওয়্যার বললে এর পরিপূর্ণ ব্যাখ্যা দেয়া সম্ভব নয়। সত্যিকার অর্থে মাইক্রোসফট একসিস হলাে এক ধরনের অতি শক্তিশালী ডাটা প্রসেসিং সফটওয়্যার। ডাটা সংক্রান্ত (তথ্য বা সংখ্যাভিত্তিক) সবধরনের কর্মকান্ডের জন্য মাইক্রোসফট একসিসের ওপর নির্ভর করা যায়। এই কারণে, বিশ্বজুড়ে বিভিন্ন ব্যাংক, শিল্প কারখানা, ব্যবসা প্রতিষ্ঠান, স্কুল-কলেজের সাধারণ বা জটিল ডাটা সংক্রান্ত নানা ধরনের কাজে মাইক্রোসফট একসিসকে ব্যবহার করা হচ্ছে। অনেকের ধারণা- মাইক্রোসফট এক্সিস জানার জন্য কম্পিউটার প্রােগ্রামিং-এর ছাত্র হওয়া প্রয়ােজন বা কম্পিউটার প্রােগ্রামিং সম্পর্কে জ্ঞান থাকা প্রয়ােজন। একসময় ডাটা প্রসেসিং কাজের জন্য এই ধরনের কথাই প্রচলিত ছিল। কিন্তু এখন এই ধারণা একেবারেই সেকেলে। কারণ, মাইক্রোসফট একসিস পরিপূর্ণভাবে শেখার জন্য ডাটা ডিজাইন এবং ডাটা এ্যানালাইসিস সম্পর্কে প্রাথমিক জ্ঞান থাকলেই যথেষ্ঠ। আর এই জ্ঞান প্রায় সব ধরনের মানুষের মধ্যেই বিকশিত হতে পারে সঠিক অনুশীলনের মাধ্যমে। সেই সাথে কম্পিউটার সম্পর্কে সাধারণ জ্ঞান তাে থাকতেই হবে। এই বইতে মাইক্রোসফট একসিস-এর বিভিন্ন ব্যবহারিক দিকগুলাের পাশাপাশি ডাটা টেবিল ডিজাইন, ডাটা ফর্ম তৈরি, কয়েরি টেবিল, ডাটার ভিত্তিতে রিপাের্ট তৈরি, পেইড-ডিউ ডাটা ফর্ম তৈরি, সুইচবাের্ড তৈরি ইত্যাদি বিষয়গুলাে নিয়ে সম্যকভাবে আলােচনা করা হয়েছে। এমনকি মাইক্রোসফট ভিজুয়্যাল বেসিকে কিছু ল্যাংগুয়েজের কাজ সম্পর্কেও ধারণা দেয়া হয়েছে। এছাড়া পূর্ণাঙ্গ প্রােজেক্ট তৈরির জন্য প্রাথমিক থেকে সর্বশেষ পর্যন্ত সবগুলাে টার্মস তুলে ধরা হয়েছে উপযুক্ত ছবি সহ। মাইক্রোসফট একসিস এক্সপি ভার্সনে আগের সব ভার্সানের তুলনায় অনেক আধুনিক এবং সুপরিসর বা বিস্তৃত কম্যান্ড নিয়ে কাজ করা যায়। এই বইতে মাইক্রোসফট একসিস এক্সপি ভার্সানের বিষয় নিয়েই আলােচনা করা হয়েছে। যারা সামান্য পরিমাণ এক্সপি সম্পর্কে জানেন- তারা সকলেই এই বই থেকে একটি কমপি-ট প্রােজেক্ট তৈরি করতে পারবেন- এ আমার আশা নয় বরং বলা যায় গভীর বিশ্বাস।