"প্রাইড অ্যান্ড প্রেজুডিস" বইটির সম্পর্কে কিছু কথা: সামাজিক-পারিবারিক গােত্রের উপন্যাস রচনায় জেন অস্টেনের স্বাভাবিক একটি নৈপুণ্য আছে । শহর থেকে দূরে পল্লি-অঞ্চলের সহজ, অনুত্তাল, নিস্তরঙ্গ জীবন জীবন-যাত্রার ছবি—নিস্তরন, কিন্তু নিষ্প্রাণ নয় । ভদ্রলােক, যাজক, মধ্যবিত্ত মানুষ—যাদের জীবনে চমদপ্রদ নাটকীয় ঘটনা তেমন নেই; শান্ত জীবনস্রোত; ছকে-বাঁধা গৃহজীবনের সীমাবদ্ধ বৃত্ত, আর একে ঘিরে দু-একটি সামাজিক সমস্যার ঈষৎ আলােড়ন—জেন অস্টেন এরই নিখুঁত রূপকার। এ জগত তার খুব চেনা। যে পরিবেশে তার বাল্য, কৈশাের, যৌবন কেটেছে, যে জীবনকে তিনি তাঁর চারপাশে দেখেছেন, অনুভব করেছেন, তারই দীর্ঘ প্রলম্বিত ছায়া পড়েছে তাঁর রচনায়। ঘটনার সেখানে বৈচিত্র্য কম, তীব্রতা অনুপস্থিত, তাই তাঁর দৃষ্টি মনােরহস্যের গভীরে । ইংরেজি সাহিত্য মনস্তাত্ত্বিক বাস্তবতার ধারাকে যারা প্রতিষ্ঠিত করেছেন, জেন অস্টেন তাঁদের অন্যতম। মেকলের মতাে ‘ম্যানসফিল্ড পার্ক’ জেন অস্টেনের ‘প্রাইভ অ্যান্ড প্রেজুডিস’ উপন্যাসটি পড়েছিলেন সতেরাে বার । একটি বিশেষ সামাজিক পরিবেশে, পারিবারিক জীবনের অতি-পরিচিত রূপটি উপন্যাসে লেখিকা ফুটিয়ে তুলেছেন। এই জীবনের মধ্যে যে সরল সৌন্দর্য ও সিগ্ধ মানুষ আছে তার সঙ্গে যৌবনের চিরন্তন প্রণয়লীলা । রহস্যকে প্রেমের বন্যায় অভিজাতের অহঙ্কার, যৌবনের মস্ত, সামাজিক সংস্কার কখন ভেসে যায়, অনির্বাণ দিপশিখার মতাে জেগে থাকা শুধু দুটি হৃদয় । বিনা আড়ম্বরে সহজ ভাবেই সহজ কথাটি জেন বলেছেন। প্রায় দু-শাে বছরের ব্যবধানেও ‘প্রাইড অ্যান্ড প্রেজুডিস'-এ আকর্ষণ শক্তি এতটুকু হারায়নি।
Jane Austen (16 December 1775 – 18 July 1817) was an English novelist known primarily for her six major novels, which interpret, critique and comment upon the British landed gentry at the end of the 18th century. Austen's plots often explore the dependence of women on marriage in the pursuit of favorable social standing and economic security. Her works critique the novels of sensibility of the second half of the 18th century and are part of the transition to 19th-century literary realism. With the publications of Sense and Sensibility (1811), Pride and Prejudice (1813), Mansfield Park (1814) and Emma (1815), she achieved success as a published writer. She wrote two additional novels, Northanger Abbey and Persuasion, both published posthumously in 1818, and began another, eventually titled Sanditon, but died before its completion. Her novels have rarely been out of print, although they were published anonymously and brought her little fame during her lifetime. A significant transition in her posthumous reputation occurred in 1869, fifty-two years after her death, when her nephew's publication of A Memoir of Jane Austen introduced her to a wider audience.