"নজরুল দৃষ্টি ও সৃষ্টি" বইয়ের সংক্ষিপ্ত কথা: নজরুল বাংলা সাহিত্যের বিস্ময়কর, স্বতঃস্ফূর্ত প্রতিভা। শুধু শিল্পীই নন, তিনি শ্রেষ্ঠ হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের মানবতাবাদী কবিও। একদিকে জাগ্রত কল্লোলিত কলকাতার রাজনৈতিক মতাদর্শ ও ঘটনাপ্রবাহ, আরেকদিকে অপেক্ষাকৃত অনুন্নত মুসলিম সম্প্রদায়ের আত্মবিকাশের সঙ্গে তাঁর রাজনীতি, সাংবাদিকতা ও শিল্পরচনার তাগিদ জড়িয়ে ছিল। পার্থিব মানবতাবাদ ও সাম্যবাদ এবং নিরন্ন মানুষের মুক্তিই ছিল তাঁর লক্ষ্য আর তরুণেরা ছিল তাঁর আশ্বস্তের স্থল। কবিতা-গান-গল্প-উপন্যাস-নাটক আর প্রবন্ধ রচনার মধ্য দিয়ে তিনি সাময়িক ও তাৎক্ষণিক জীবন সমস্যা ও সম্ভাবনাকে রূপায়িত করেছেন। নজরুল : দৃষ্টি ও সৃষ্টি গ্রন্থটিতে তারই পরিচয় আলোচনা করা হয়েছে। সমালোচনা করা হয়েছে তাঁর ব্যর্থতাও। গ্রন্থকার নজরুলের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ ও বিষয় নিয়ে যে ব্যাখ্যা দিয়েছেন তাতে স্বকীয়তা আছে, আছে একালীন দৃষ্টিভঙ্গি, যথা নজরুলের জীবনদর্শন, রাজনৈতিক নন্দনতত্ত্ব, ধর্ম, মিথচেতনা, নারীভাবনা, প্রেম ইত্যাদি সমালোচনার সূত্রাবলি। নজরুল পাঠের সূত্রে তিনি কয়েকটি কবিতাও ব্যাখ্যা করেছেন নতুন সাহিত্য তত্ত্বানুসারে। গ্রন্থটি পাঠে পাঠক পাবেন যেমন স্বতন্ত্র ভাবনার পরিচয় তেমনি পাবেন বিশেষ একটি সাহিত্যতত্ত্বের প্রাঞ্জল প্রয়োগ-কলা। গ্রন্থটি নজরুল পাঠ ও বিবেচনার ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
গবেষক ও প্রবন্ধকার বেগম আকতার কামাল ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের অধ্যাপক। তাঁর জন্ম চট্টগ্রাম শহরে। পিতা মোহাম্মদ ইয়াকুব আলী ছিলেন একজন সরকারি কর্মকর্তা, মা মজিদা বেগম। বেগম আকতার কামাল ১৯৯২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে ‘বিষ্ণু দে-র কবিমানস ও কাব্য’ শীর্ষক গবেষণার জন্য পিএইচডি ডিগ্রি অর্জন করেন।