“পৃথিবীর পথে হেঁটে" বইটির ফ্ল্যাপ এর লেখাঃ অলকনন্দা প্যাটেলের জন্ম ঢাকার গেণ্ডারিয়ায়। বাংলাদেশে কৈশাের ও শৈশবের যে স্মৃতি তা এখনাে বয়ে বেড়ান। বরিশাল ও ঢাকা তার স্মৃতিতে এই অশীতিপর বয়সেও অম্লান। প্রবাদপ্রতিম অর্থনীতিবিদ অমিয়কুমার দাশগুপ্ত তার পিতা এবং স্বামী আই জি প্যাটেল ভারতবর্ষের রিজার্ভ ব্যাংকের গভর্নর এবং লন্ডন স্কুল অফ ইকোনমিকসের। ডিরেক্টর ছিলেন। অলকনন্দা প্যাটেল নিজেও অর্থনীতির চর্চা ও সাধনার মধ্য দিয়ে হয়ে উঠেছেন খ্যাতনামা অর্থনীতিবিদ। বর্তমানে যুক্ত আছেন সেন্টার ফর ডেভেলপমেন্ট অলটারনেটিভ, আহমেদাবাদের সঙ্গে। শাস্ত্রীয় সংগীত ও সাহিত্যে অনুরাগ তার জীবনবােধের সঙ্গে নিবিড়ভাবে মিশে আছে। শাস্ত্রীয় সংগীতের অনুশীলন অলকনন্দাকে করে তুলেছে সংগীত বিশেষজ্ঞ । সামাজিক কর্মকাণ্ডে নিরলস প্রয়াস তাঁকে বিশেষ এক ব্যক্তিত্ব দান করেছে। বিশ্বনাগরিক অলকনন্দার পদচারণ ভুবনময় হলেও বাংলাদেশে তার যে শেকড় তা এই খ্যাতিমান ও রুচিমান মানুষটিকে আমাদের কাছে বিশেষভাবে আকর্ষণীয় করে তুলেছে। পৃথিবীর পথে হেঁটেতে উঠে এসেছে ত্রিশ-চল্লিশের দশকে তার পারিবারিক পরিমণ্ডলের ছবি ও তৎকালীন বাংলাদেশের শিক্ষা ও সংস্কৃতির আবহ। মননের ঔজ্জ্বল্যে এই অনন্য গ্রন্থটি শুধু স্মৃতিকথা নয়, তার রচনার গুণে, জীবনদৃশ্যে ও শৈলীতে বাংলা সাহিত্যে এ এক অনন্য সংযােজন।