"বিশ্বের ইতিহাস ও সভ্যতা -১ম ও ২য় খণ্ড একত্রে" বইটির ফ্ল্যাপের কথাঃ ইতিহাস জানলে মানুষ তার প্রাচীন উৎস সম্বন্ধে জানতে পারে। ধারাবাহিকভাবে প্রাচীনকাল থেকে মধ্যযুগ ও আধুনিক যুগের সভ্যতা এবং ইতিহাসের পরিবর্তন, সমসাময়িক ঘটনাবলী জানতে পারলে মানুষ ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সঠিকভাবে সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারবে। বিশ্বের সভ্যতা ও ইতিহাসের উপর অনেক গ্রন্থ ইংরেজিতে লেখা হয়েছে। বাংলায় লেখা বেশির ভাগ গ্রন্থ বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচি কেন্দ্রিক। এ গ্রন্থগুলাের বেশির ভাগ প্রাচীনকাল এবং মধ্যযুগের ইতিহাসের মধ্যে সীমাবদ্ধ। ডা. খাজা নাসির উদ্দিন মাহমুদ ইতিহাসের ছাত্র না হলেও ইতিহাসের উপর আগ্রহ আছে। প্রাগৈতিহাসিক কাল থেকে আধুনিক ও সমসাময়িক কাল পর্যন্ত বিশ্বের ইতিহাস সংক্ষেপে এই বইতে প্রকাশিত হয়েছে। পাঠকদের বিশ্বের ইতিহাস সম্বন্ধে জানা সহজ হবে এই ধারণা থেকেই বইটি লেখার চেষ্টা করা হয়েছে। এত বড় বিষয়বস্তু প্রকাশ করতে গিয়ে বইয়ের পৃষ্ঠাসংখ্যা সীমিত করতে হলাে পাঠকের কথা চিন্তা করে । বইটিতে মানচিত্র এবং প্রামাণ্য চিত্র দেয়া হয়েছে, যা পাঠককে ইতিহাসের ধারণা নিতে সাহায্য করবে। বিশ্বের সভ্যতার ইতিহাস, গুরুত্বপূর্ণ দেশগুলির ইতিহাস এবং আধুনিক যুগে বিশ্বের ঘটনাবলী সংক্ষেপে লেখা হয়েছে এই বইতে। আশা করি এ বই পাঠ করে শিক্ষার্থী এবং পাঠক সমাজ বিশ্ব সম্পর্কে পরিচিত হবেন। দুই খণ্ডে প্রকাশিত বইটি তরুণ পাঠকদের জন্য জরুরি বলে আমরা মনে করি।