"হস্তান্তরযোগ্য দলিল আইন" বইটির সম্পর্কে কিছু কথা: বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির সাথে এর সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। বিগত ত্রয়ােদশ ও চতুর্দশ শতাব্দীতে পাশ্চাত্য দেশসমূহে শিল্প ও বাণিজ্যের ব্যাপক প্রসার ঘটায় লেনদেনের মাধ্যমের প্রয়ােজন নিরাপত্তা, সহজ বহনযােগ্যতা ও সহজ হস্তান্তর যােগ্যতার আঙ্গিক বিবেচনার প্রেক্ষিতে আজকের হস্তান্তরযােগ্য দলিলের উন্মেষ ভূমধ্য সাগরীয় দেশসমূহে প্রত্যর্থপত্র ও বরাত চিঠি প্রথম আবিষ্কার করেন। সেখান থেকে তা ইংল্যান্ড পর্যন্ত বিস্তৃতি লাভ করে। দেশ থেকে দেশে ঋণ সুবিধার জন্য এ আইনের ব্যাপক প্রচলন ঘটে। অর্থ লেনদেনের সহজ নিরাপত্তা, সহজ বহনযােগ্যতা, সহজ ও নিরাপদ হস্তান্তর নিশ্চিতকরণের উপায় হিসাবে অত্র আইনটি সমাদৃত হয়েছে। বর্তমান বিজ্ঞান ও প্রযুক্তির বিরাট বিস্তৃতি ঘটায় প্রচলিত হস্তান্তরযােগ্য দলিলের আরাে উন্নতি সাধিত হয়েছে। এ আইনটি প্রায় ১৩০ বৎসর আগে প্রণীত হয়েছে। সময়ের প্রয়ােজনে আইনটির বেশ কিছু সংযােজন ও সংশােধন হয়েছে। ১৯৯৪ সালে ১৯নং আইনের মাধ্যমে ১৭ অধ্যায় প্রতিস্থাপন করে Cheque Dishonour এর জন্য নতুন আইন ও শাস্তির ব্যবস্থা রেখে ১৩৮-১৪১ এ অধ্যায়টি প্রতিস্থাপিত হয়েছে। পরবর্তীতে ২০০০ সনে এ অধ্যায়টির অধিকতর সংশােধন করা হয়েছে। পরবর্তীতে ১৯০৬ সনের ৩নং আইন দ্বারা এ ধারাগুলির বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। যাহা ঐ সনের ৯ই ফেব্রুয়ারি হতে কার্যকর হয়েছে। এ আইনের সর্বশেষ সংশােধনগুলি এই বইটিতে সন্নিবেশিত করা হয়েছে। আইনটিকে সঠিকভাবে হৃদয়ঙ্গম করার সুবিধার্থে আইনের ধারাগুলি বাংলা ও ইংরেজিতে পর পর দেওয়া হয়েছে। ধারাগুলিকে সুন্দরভাবে বুঝার জন্য প্রত্যেকটি ধারার সাথে উহার বিশ্লেষণ দেয়া হয়েছে। এ পর্যন্ত ভারত, পাকিস্তান ও বাংলাদেশে এ আইনটির ধারাগুলি সম্পর্কে বহু নজির দেয়া হয়েছে। বিভিন্ন দেশের নজিরগুলি ধারা অনুযায়ী বইটিতে সন্নিবেশিত করা হয়েছে। বিশেষভাবে বাংলাদেশের আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগের সকল নজিরগুলাে পৃথক পৃথকভাবে ধারার শেষে বিধৃত করা হয়েছে। | এ আইনের ১৩৮ থেকে ১৪১ এ ধারাগুলি চেক ডিসঅনারের অপরাধ ও শাস্তির বিধান সম্পর্কিত। আইনের এ ধারাগুলি বাংলাদেশে ব্যাপকভাবে প্রচলিত। তাই এ ধারাগুলির খুঁটিনাটি ও ধারাগুলি সম্পর্কিত উচ্চতর আদালতের সিদ্ধান্তগুলি ধারাওয়ারী ও বিষয়ভিত্তিক ব্যাপকভাবে বইটিতে সন্নিবেশিত করা হয়েছে।
Justice Siddiqur Rahman Miah. Appellate Division Bangladesh Supreme Court. B.A.(Hons.); M.A. (Political Science); M.A. (Public Administration); LL.B; B.C.S (Judicial). District and Sessions Judge, Dhaka and Lhi Hagong (Former Inspector General of Registration Bangladesh, Dhaka) Certificate in Legislative Drafting (CFTC) Commonwealth, London. Certificate in Advanced Course on Adtninstration and Development, Public Adminstration Training Centre (PATC) Savar. Dhaka, Bangladesh. Certificate in Administration and Development, Indian Institute of Public Administration, Delhi, India.