"বাংলাদেশের ইতিহাস : প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ" বইটির ফ্ল্যাপ-এর লেখাঃ ইতিহাসের বিষয়বস্তু হলাে মানুষ, তার সমাজ, সভ্যতা ও জীবন ধারা। ইতিহাস কেবলমাত্র কিছু ঘটনার সমষ্টি নয়। ঘটনার অন্তরালে যে তথ্য লুকিয়ে আছে তাকে উদ্ঘাটন করাই হলাে ইতিহাস রচয়িতার দায়িত্ব। যুগ-যুগান্তর ধরে মানুষ তার পরিবেশের সঙ্গে সংগ্রাম করে এগিয়ে চলেছে। এক সময় প্রকৃতি ও পরিবেশের সঙ্গে নিরন্তর সংগ্রাম করে সমাজ গড়েছে; খাদ্য উৎপাদন করেছে; শিল্প গঠন, নগর নির্মাণ করে জীবন যাত্রাকে আরামপ্রদ করেছে। মানুষের অগ্রগতি আজ পৃথিবীর সীমা ছাড়িয়ে বহির্বিশ্বের দিকে ছুটে চলেছে। বাংলাদেশের ইতিহাস রচনার ক্ষেত্রে আদিযুগ থেকে বাঙালি সভ্যতার অগ্রগতি, তার সমাজ সংগঠন, রাজনৈতিক সংগঠনের পরিচয় ও দেশের ইতিহাসের বিষয়বস্তু। যে সুদূর অতীকাল থেকে মানব-সমাজ, সভ্যতা ও সংস্কৃতির ইতিহাস রচনা করা সম্ভব হয়েছে, মানুষ তা অপেক্ষা প্রাচীনতর। মানুষের আবির্ভাব থেকে শুরু করে মানুষের সম্পূর্ণ ইতিহাস বলা চলে প্রত্নতত্তবিদদের অনলস চেষ্টায় ক্রমে মানব জাতির প্রাচীন ইতিহাসের অন্ধকার কক্ষ উন্মােচিত হচ্ছে সত্য তথাপি বহুকিছু আজও আমাদের অজানা রয়ে গেছে। বস্তুত জানা অপেক্ষা অজানার পরিধিই বেশি। সভ্যতার পথে যুগের পর যুগ শতাব্দীর পর শতাব্দী ধরে মানব-সমাজ কি ভাবে অগ্রসর হচ্ছে তাই হলাে ইতিহাসের বিষয়বস্তু। প্রাচীনকালের বর্ণনাই ইতিহাস নয়। কিংবা শুধুমাত্র ঘটনার ধারাবাহিক বিবরণই ইতিহাসের একমাত্র বিষয়বস্তু নয়। যুগযুগান্তর থেকে মানুষ বিভিন্ন পরিবেশের ভিতর দিয়ে কিভাবে আধুনিক সভ্যতায় এসে পৌছিয়েছে তার বিবরণও ইতিহাসের বিষয়বস্তু। বিভিন্ন মানব গােষ্ঠীর কার্যকলাপ এদের পারস্পরিক সংঘাত ও সহযােগিতা এবং যুগ-যুগান্তরে এদের রাষ্ট্রীয়, সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক বিকাশের বিবরণই হলাে ইতিহাসের মূলকথা। মানুষ ও তার বিভিন্ন পরিবেশের সঙ্গে অবিরত সংগ্রামই হলাে ইতিহাসের মূলভিত্তি। এক কথায় মানুষ ও তার পরিবেশই হল ইতিহাসের মূলকথা। মানুষের ওপর তার পরিবেশকে নিজের উপযােগী করে তুলবার চেষ্টাও মানুষ যুগ যুগ ধরে করে আসছে। প্রয়ােজনানুসারে মানুষ নিজ উদ্ভাবনী শক্তি দিয়ে প্রাকৃতিক পরিবেশ পরিবর্তন করে থাকে, অপরদিকে প্রাকৃতিক পরিবেশ মানুষের জীবন ধারণ প্রণালি, রীতিনীতি ও সভ্যতাকে প্রভাবিত করে থাকে। অনন্তকাল থেকে মানুষ প্রকৃতি ও পরিবেশের সঙ্গে সংগ্রাম করে বর্তমান কালের সভ্যতায় এসে পৌঁছেছে। আবার প্রাকৃতিক পরিবেশও বিভিন্ন দেশের মানব সমাজে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য দান করেছে।
Title
বাংলাদেশের ইতিহাস : প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ