"নাস্তিক্য ও বিবিধ প্রসঙ্গ" বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ ব্যক্তির আকাঙ্ক্ষা ও বাস্তবতার দ্বন্দ্বে ক্ষতবিক্ষত আমাদের চিন্তা ও মনােজগত যেসব বিচিত্রতর অনুভব, উপলব্ধি, মিথ ও মিথস্ক্রিয়ার মধ্য দিয়ে গড়ে ওঠে তা নিয়ে হয়তাে অনেকেই ভাবেন। এই ভাবনার মধ্যেই কেউ হয়তাে রােমাঞ্চিত হন, কেউ হন শিহরিত, এবং কখনাে কখনাে আতঙ্কিত! তবুও আধা-বাস্তবে মেশানাে এই অদ্ভুত বাস্তবতাকে অস্বীকার করার উপায় থাকে না কারাে, কার্যত উপায় নেই। কেননা রাষ্ট্র ও সমাজবদ্ধ নাগরিক হিসেবে প্রতিটি ব্যক্তিসত্তা যতাে একক ও স্বতন্ত্রই হােক, স্বয়ংসম্পূর্ণ নয়, মুক্তও নয়। ঘাত-প্রতিঘাতে ন্যস্ত ন্যুব্জ আমাদের প্রতিটি মুহূর্তে, প্রতিটি অবস্থা ও ব্যবস্থায় সতত পরিবর্তনশীল আমাদের অন্তস্থ সত্তার বিবর্তিত প্রতিফলনকে পলে পলে পর্যবেক্ষণ, বিশ্লেষণ ও সে-অনুযায়ী নিজেকে বিন্যাস করে এগিয়ে চলা হয়তাে কারাে পক্ষেই আদৌ সম্ভব নয়। তবুও অন্তহীন অর্থহীন ব্যস্ত-সমস্ত জীবনাচরণের মধ্যে নিজের ভেতরের ওই একান্ত ‘আমি’টার দিকে কৌতুহলী পাঠক নিশ্চয়ই এক পলক ফিরে তাকানাের কিছুটা সুযােগ পাবেন আমাদের ভাবনার জগতে নাড়া দেয়া রণদীপম বসু’র ‘নাস্তিক্য ও বিবিধ প্রসঙ্গ' নামের বিচিত্র বিষয়াভিভূত প্রবন্ধগ্রন্থটির মাধ্যমে। লেখকের বক্তব্য অনুযায়ী, গ্রন্থটি আসলে অন্তর্চক্ষু দিয়ে নিজেকে দেখার প্রয়াস। কতটুকু দেখতে পারলাম কি পারলাম না, তার চেয়ে দেখার চেষ্টা ও আশ্বাসটুকুই সর্বাগ্রে বিবেচিত হয়েছে এখানে। বস্তুত চিন্তাশীল পাঠকের বােধকে নাড়া দেয়াই লেখাগুলাের স্বনিষ্ঠ লক্ষ্য ও আরাধ্য। আগ্রহী পাঠক অবশ্যই গ্রন্থটির যথাযথ গুরুত্ব উপলব্ধি করবেন বলে আমাদের বিশ্বাস।