"শিখন- শেখানো দক্ষতা ও কৌশল" বইটির ভূমিকা থেকে নেয়াঃ বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি নির্ভর বিশ্বে সকল কর্মকাণ্ডের মধ্যেই পরিবর্তন হয়েছে। পরিবর্তন এসেছে সমাজ ব্যবস্থায়, মানুষের রুচি, চাহিদা, মূল্যবােধ এবং দৃষ্টিভঙ্গিতে। এ কারণে শিক্ষা ব্যবস্থার মধ্যেও পরিবর্তন আনতে হচ্ছে। এই পরিবর্তনের সূত্র ধরে শিক্ষক প্রশিক্ষণের ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০১৭ শিক্ষাবর্ষ থেকে বিএড কোর্সে নতুন আঙ্গিকে এক বছর মেয়াদি নতুন শিক্ষাক্রম প্রবর্তন করা হয়েছে। নতুন শিক্ষাক্রমে শিক্ষা বিষয়াবলির অন্তর্ভুক্ত বিষয় হিসেবে শিখন-শেখানাে দক্ষতা ও কৌশল বিষয়টি আবশ্যিক করা হয়েছে। বর্তমান বইটি সর্বশেষ পরিমার্জিত শিক্ষাসূচি অনুযায়ী রচিত। মানুষ গড়ার কারিগর হিসেবে শিক্ষকদের পেশাগত নৈপুণ্য ও দক্ষতা উন্নয়নের জন্য প্রয়ােজন যুগােপযােগী ও সময়ােপযােগী শিখন-শেখানাে দক্ষতা। এই প্রেক্ষাপটে শিখন-শেখানাে দক্ষতা ও কৌশল বইটি আধুনিক ধ্যান-ধারণা সম্বলিত ও দক্ষ শিক্ষক তৈরির সহায়ক হবে আমাদের বিশ্বাস। বইটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিবর্তিত পাঠ্যসূচি অনুযায়ী বিএড কোর্সের একটি বিষয় হিসেবে প্রণীত হলেও এটি সকল বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএড কোর্সের প্রশিক্ষণার্থীদেরও কাজে আসবে বলে আমরা মনে করি।