"চার খলিফাসহ সাহাবায়ে কেরামের কারামত" বইটির সম্পর্কে কিছু কথা: দীর্ঘদিনের আশা সাহাবীদের জীবনীর ওপর কিছু লেখার । কিন্তু অজ্ঞতার আধার ও সময়ের অভাবের কারনে এ পর্যন্ত হয়ে ওঠেনি। সহসা সেদিন একটি কিতাব হাতে আসে। নাম তার “কারামাতুস সাহাবা”। মূ কিতাবটি আরবী ভাষায়। লেখক কিতাবটি নির্ভরযােগ্য সনদ সহকারে বিভিন্ন হাদীসের কিতাব থেকে ঘটনাগুলাে সংগ্রহ করেছেন। অতঃপর হাকীমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী (রহ.) এর কাছে পেশ করলে তিনি কিতাবটি প্রসঙ্গে অভিমত ব্যাক্ত করেন তা এখানে উল্লেখ করা হলো।
اس کتاب سے میرادل اس لئے زیادہ خوش ہوا کہ اس مضمون کو مدت ہوئی ضروری سمجھ کر خود لکھنا چاہا تھا مگر ہجوم مشاغل سے وقت نہ ملا تو اس ضرورت کو پوری ہوتے دیکھ کر جس قدر خوشی ہو تھوڑی ہے اللہ تعالی اسکو نافع فرمائیں অর্থাৎ অত্র কিতাবটি দ্বারা আমার অন্তর এজন্য অধিক খুশি হয়েছে যে, অনেকদিন আগে থেকে এ বিষয়ের ওপর আমার একটি কিতাব লেখার ইচ্ছা ছিল । কিন্তু সময়ের অভাবে তা হয়ে উঠেনি। পরিশেষে আমার বিশেষ দোস্ত মাওলানা আহমাদ হাসান শামবুলী সাহেব সে জরুরতটি পূর্ণ করে দিয়েছেন বিধায় যারপরনাই আমি খুশি হয়েছি। আল্লাহ এটাকে লাভজনক করুক। আমারও ইচ্ছা হলাে কিতাবটি বঙ্গানুবাদ করে জনসাধারনের সামনে। পেশ করা । যেন তারা বাজে বই না পড়ে সাহাবায়ে কেরামের অলৌকিক ঘটনাবলী পড়ে সাহাবী জীবন ছাঁচে আপন জীবন গঠন করে চলতে পারে ।