‘আর্গুমেন্টস অব আরজু’ বইয়ের লেখকের কথাঃ সকল প্রশংসা মহান আল্লাহ তা'আলার। বর্তমান যুগ তথ্যপ্রযুক্তির যুগ। তথ্যপ্রযুক্তির এই যুগে কোনো তথ্য খুঁজতে আমাদের খুব বেশি বেগ পেতে হয় না। আবার কোনো তথ্য আমাদের চোখের সামনে ভেসে উঠে ফেসবুক, ব্লগ, ইউটিউবে প্রবেশের সাথে সাথে। তথ্যপ্রযুক্তির এই যুগে তথ্যের নির্ভরতা কি কমলো নাকি যাচাই-বাছাইয়ের সুযোগ আরো বাড়লো?সেটা নির্ভর করছে যিনি তথ্য পেলেন তিনি কতোটা যাচাই-বাছাই করে তথ্যটা গ্রহণ করলেন। আমাদের শিক্ষাব্যবস্থায় বৈচিত্র্য থাকার ফলে দেশের বেশিরভাগ শিক্ষার্থীদের স্ব-স্ব ধর্ম সম্পর্কে জানার সুযোগ কমে এসেছে, কেবলমাত্র প্রাইমারি থেকে হাই-স্কুল পর্যন্ত একমাত্র ধর্মশিক্ষা বই পড়া ছাড়া। কেউ কেউ আবার পারিবারিকভাবে ধর্মশিক্ষা গ্রহণ করলেও বেশিরভাগ সাধারণ শিক্ষায় শিক্ষিতেরা নিজেদের ধর্ম সম্পর্ক যতটুকু জানা দরকার ততটুকু জানতে পারেন না। এই না-জানার সুযোগটাকে কাজে লাগিয়েছে আমাদের দেশের কিছু স্বল্প জানা শিক্ষিত। বিজ্ঞানের দোহাই দিয়ে তারা ধর্মের অযৌক্তিকতা তুলে ধরার চেষ্টা করে ধর্ম সম্পর্কে কম-জানা আমাদের দেশের সাধারণ শিক্ষিতদের মাঝে। ধর্মের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনার প্রেক্ষাপট উল্লেখ না করে মাঝখান থেকে কোনো ঘটনা উল্লেখ করে তারা অযৌক্তিকতা প্রমাণের প্রয়াস চালায়। তাদের সুন্দর মোড়কের আড়ালের মিথ্যাচার বুঝতে না পেরে সংশয়ের মধ্যে পড়েন অনেকে; বিশেষত ধর্মীয় জ্ঞান অর্জনের সুযোগ হয়নি যাদের। একসময় সেই সংশয়ের বীজ আস্তে আস্তে গজাতে শুরু করে। মিথুকদের পাল্লায় পড়ে তারাও প্রশ্ন তোলা শুরু করে আশেপাশের মানুষদের। প্রশ্ন তোলা তো দোষের না। কিন্তু সেই প্রশ্ন তোলার পেছনে উত্তর জানার আগ্রহ যতোটা না থাকে, তারচেয়ে বেশি থাকে মানুষের মনে সংশয় ঢোকানো। মিসরের ফেরাউন সারা জীবন নিজেকে খোদা দাবি করলেও মৃত্যুর সময় সে বুঝতে পারে যে, সে আসলে খোদা নয়, খোদা বলে একজন আছেন। নীলনদের পানিতে যখন ডুবে যাচ্ছিলো সেই মুহূর্তেও সে স্বীকার করেছিলো, আল্লাহ বলতে একজন আছেন। (আল-কোরআন, সূরা ইউনুস ১০ : ৯০)। ইনশাআল্লাহ, এখনো যারা মিথ্যার সাগরে হাবুডুবু খাচ্ছে, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, একদিন তারাও আলোয় ফিরবে। আরিফুল ইসলাম। ঢাকা বিশ্ববিদ্যালয় সূচিপত্রঃ মিথ্যা তুমি দশ পিঁপড়া ১১ অনেক মুসলমানরা নাস্তিক হয়, কিন্তু নাস্তিকরা আস্তিক হয় কি? ১৬ আল্লাহ এক এবং অদ্বিতীয় হওয়া স্বত্বেও কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ নিজেকে বুঝাতে “আমরা” সর্বনাম ব্যবহার করেন কেন? ২০ ইসলাম ধর্ম কবিতা বিদ্বেষী, যেহেতু মুহাম্মদ (সা.) কবিদের হত্যা করেন! ২৩ মুহাম্মদ (সা.) বলেছেন, কালোজিরা সকল রোগের ওষুধ। তাহলে ক্যান্সার হলে কালোজিরা খাওয়ানো হয়না কেন? ২৯ ইবলিশ জ্বিন নাকি ফেরেশতা? কোরআনের এক জায়গায় বলা হয়েছে জিন, আরেক জায়গায় বলা হয়েছে ফেরেশতা! ৩৩ মুহাম্মদ (সা.) তার পালকপুত্রের স্ত্রী কে বিয়ে করেন কেন? ৩৭ ভালোবাসা ভালোবাসে শুধুই তারে......৪৩ সম্প্রসারণশীল বিশ্বের ধারণা ৫০ হুমায়ুন আজাদের “আমার অবিশ্বাস” বইয়ের হাস্যকর যুক্তির জবাব ৫৫ কাফেরদের অন্তরে আল্লাহ সীলমোহর মেরে দিলে তাদের দোষ কোথায়? ৬১ ব্ল্যাক হোল, ব্লু হোয়েল না! ৬৫ মুসলমানরা ভালো কাজ করলে আল্লাহ পুরস্কার দেবেন, আবার অমুসলিমরা ভালাে কাজ করলে দেবেন না। এ কেমন বিচার? ৬৮ কুরআনের পরস্পর বিপরীতমুখী আয়াত, কোনো আয়াতে বলা সমগ্র বিশ্বজগত সৃষ্টি হয়েছে ৬ দিনে, আবার কোনো জায়গায় বলা ৮ দিনে! ৭১ জান্নাতে পুরুষদের জন্য ৭২টি হুর, নারীরা পাবে না কেন? ৭৬ পারলে এরকম আরেকটি সূরা নিয়ে আসো! ৮১ মুহাম্মদ (সা.) ছিলেন দার্শনিক, নবী নন! ৮৫ চাচা-ভাতিজি’র বিয়ে নিয়ে নাস্তিকের কানাঘুষা ৯২ গডের সাথে গণিতের কোনো সম্পর্ক আছে? ৯৫ জান্নাতে কি সমকামী থাকবে? ১০১ সমকামিতার রংধনুতে ৬টি রং অনুপস্থিত! ১০৫ সূরা লাহাব একটা অপ্রয়োজনীয় সূরা। এটিতে আবু লাহাবকে অভিশাপ দেওয়া ছাড়া আর কিছু শেখার নাই! ১০৯ মুসলমানরা সাম্প্রদায়িক, কুরআনে বলা আছে অমুসলিমদের বন্ধু হিসেবে গ্রহণ না করতে! ১১৩ মানুষের সামনে হাঁচি দিলে সবাই Sorry বলে, মুসলমানরা আলহামদুলিল্লাহ বলে কেন? ১১৮ বিশ্বকাপ ফুটবলের অক্টোপাস পলের মতো বিস্ময়কর ভবিষ্যতবাণী কি কোরআনে আছে? ১২০ এবছর কুরবানি না দিয়ে টাকাগুলাে বন্যার্তদের দিলে হয় না? ১২৫
আমি আরিফুল ইসলাম। ডাকনাম- আরিফ। পড়ালেখা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। লিখতে যতোটা না ভালোবাসি, তারচেয়ে বেশি পড়তে ভালোবাসি। পড়ার নির্যাসটুকু লেখার মধ্যে তুলে ধরার চেষ্টা করি। সেই প্রচেষ্টা ফুটে উঠেছে দুটো বইয়ে। সমকালীন প্রকাশন থেকে প্রকাশিত 'আর্গুমেন্টস অব আরজু' এবং সমর্পণ প্রকাশন থেকে প্রকাশিত 'প্রদীপ্ত কুটির' বইয়ে। 'চার তারা' বইটি আমার তৃতীয় বই। প্রকাশের অপেক্ষায় আছে আরো তিনটি বই : ১. ওপারেতে সর্বসুখ (সমকালীন প্রকাশন), ২. তারা ঝলমল (সমর্পণ প্রকাশন), ৩. খোপার বাঁধন (সমর্পণ প্রকাশন)।