"সহজ কোষ্ঠী তৈরী ও বিচার" বইটি সম্পর্কে কিছু কথা: আমি আমার পেশাগত জীবনে দেখেছি যে, জ্যোতিষ শাস্ত্রের উপরে বাংলাদেশের লেখকদের বইয়ের সংখ্যা নিতান্ত কম। তাছাড়া কোষ্ঠী তৈরি ও বিচার সম্পর্কিত কোন বই নেই। ভারতীয় জ্যোতিষদের প্রকাশিত যে সকল বই পাওয়া যায় সেগুলি সহজবােধ্য নয়। তাই জ্যোতিষশাস্ত্র অধ্যয়নের ক্ষেতে প্রতিবন্ধকতার সম্মুখিন হতে হয়। এমনকি বাংলাদেশ ইনস্টিটিউট অব এস্ট্রলজির শিক্ষক হিসাবে ছাত্রদের কাছ থেকেও বার বার অনুরােধ এসেছে কোষ্ঠী তৈরি ও বিচার সম্পর্কিত বই লেখার। তাই একজন পেশাজীবী জ্যোতিষ হিসাবে এ শাস্ত্রে আগ্রহীদের জন্য জ্যোতিষশাস্ত্র সহজবােধ্য করে আমার “সহজ কোষ্ঠী তৈরি ও বিচার” বইখানি প্রকাশ করেছি। এখানে রাশি, নক্ষত্র, গণ, যােটক বিচার, দশা-অন্তদশা এবং তাদের ফলাফল সম্পর্কে যথাসাধ্য সহজবােধ্য করে লিখেছি। এই বইটি পড়ে জ্যোতিষী ও জ্যোতিষ অনুরাগীদের চাহিদা অনেকাংশে মিটবে বলে আমার বিশ্বাস। সেক্ষেত্রে অনেক বিজ্ঞ জ্যোতিষীর লেখা থেকে আমাকে সহযােগিতা নিতে হয়েছে। তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আমার এ বইটি পড়ে একজন সাধারণ পাঠক ও উপকৃত হতে পারেন। কারণ অনেক জটিল এবং জীবনের জন্য আবশ্যকীয় বিষয়াবলী সহজবােধ্য করে পরিবেশন করেছি।