পাঠ্যপুস্তকের লেখক এবং পাণ্ডুলিপি মূল্যায়নকারী-সম্পাদক-মুদ্রক যাতে সুষ্ঠুভাবে গ্রন্থ প্রণয়ন ও প্রকাশ করতে পারেন সেই লক্ষ্যে লেখক এই গ্রন্থে কিছু দিকনির্দেশনা প্রদানের প্রয়াস নিয়েছেন। কেবল পাঠ্যপুস্তক রচয়িতা নন, আশা করি সৃজনশীল সাহিত্য রচয়িতারাও বইটি পড়ে উপকৃত হবেন। স্বীকার্য, এটি একটি জটিল প্রয়াস। আলোচনার কোনো কোনো বিষয়ে অনেকে দ্বিমত পোষণ করতে পারেন। আমরাও চাই যে বইটির ব্যবহারকারী ও পাঠকবৃন্দ দ্বিমত পোষণ করুন এবং অনুগ্রহ করে তা আমাদের জানান। কারণ, এই ধরনের বই প্রকাশের প্রয়াস পূর্বে গৃহীত হয়েছে কি না জানা নেই। লেখকের বক্তব্যে ভুলও থাকতে পারে। সেই সকল ভুল সম্পর্কেও আমাদের জানা দরকার। তাহলে সংশোধিত গ্রন্থটি আপনাদের আরো বেশি করে কাজে লাগবে। এই ধরনের একটি প্রয়াস অনেক আগেই গৃহীত হওয়া জরুরি ছিল। লেখক সব বয়সের পাঠকের জন্য মূলত বিজ্ঞান বিষয়ে গ্রন্থ প্রণয়ন, সম্পাদনা, সংকলন, অনুবাদ ইত্যাদি কাজ করেছেন এবং এখনো করছেন। তিনি কেন এই ধরনের গ্রন্থ প্রকাশের উদ্যোগ নিয়েছিলেন তা তিনি ভূমিকায় বলেছেন। আশা করি গ্রন্থটির আবশ্যকতা সংশ্লিষ্ট সকলে উপলদ্ধি করতে পারবেন এবং এর অসম্পূর্ণতা পূরণে সাহায্য করে আমাদেরকে বাধিত করবেন।
তপন চক্রবর্তী জন্ম : ২০ জানুয়ারি, ১৯৪২ পিতা : জ্যোতিরিন্দ্রনাথ চক্রবর্তী, মাতা : চপলাবালা চক্রবর্তী । গ্রাম : সুখছড়ি, উপজেলা : লােহাগড়া, জেলা : চট্টগ্রাম । আনুষ্ঠানিক শিক্ষা : সুখছড়ি জুনিয়র উচ্চ বিদ্যালয় (অষ্টম শ্রেণি); প্রবর্তক বিদ্যাপীঠ (মাধ্যমিক); চট্টগ্রাম সরকারি কলেজ (উচ্চ মাধ্যমিক ও স্নাতক বিজ্ঞান); এবং ঢাকা বিশ্ববিদ্যালয়। (স্নাতকোত্তর প্রাণিবিদ্যা)। চাকুরি : টেকনাফ হাইস্কুল; প্রবর্তক বিদ্যাপীঠ; শের-এ-বাংলা এ. কে. ফজলুল হক কলেজ; রাঙামাটি কলেজ; চট্টগ্রাম সিটি কলেজ; ত্রিবেণীদেবী ভলােটিয়া কলেজ, রানীগঞ্জ, পশ্চিমবঙ্গ, ভারত; বাংলা একাডেমির স্বেচ্ছাবসর গ্রহণকারী উপপরিচালক; এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক শিক্ষা উন্নয়ন প্রােজেক্টে ইনস্ট্রাকশন্যাল ম্যাটেরিয়ালস ডেভেলপমেন্ট বিষয়ক স্থানীয় শিক্ষা উপদেষ্টা। অনানুষ্ঠানিক সাংস্কৃতিক কর্মকাণ্ড। ১.বাংলাদেশ ও ভারতে বিজ্ঞান বিষয়ক অসংখ্য সেমিনার ও কর্মশালায় অংশগ্রহণ ও কর্মশালা পরিচালনা ।। ২.বাংলাদেশ রেডিওতে বহুবছর ধরে বিজ্ঞানের ফিচার লেখা ও নানান বিজ্ঞান বিষয়ক অনুষ্ঠানে অংশগ্রহণ ও অনুষ্ঠান পরিচালনা । ৩.বাংলাদেশ টেলিভিশনে বিজ্ঞান বিষয়ক অনুষ্ঠান পরিচালনা ও অংশগ্রহণ। বাংলাদেশের বাংলা ভিশন ও মাছরাঙা ইত্যাদি চ্যানেলে বিজ্ঞান বিষয়ক আলােচনায় অংশগ্রহণ । ৪.সভা-সমিতিতে, সভাপতি, প্রবন্ধ উপস্পক, আলােচক, প্রধান অতিথি, বিশেষ অতিথি হিশেবে দায়িত্বপালন । ৫. বাংলাদেশ ও ভারতের প্রতিনিধিত্বশীল সংবাদপত্রে ও সাময়িকীতে বিজ্ঞানবিষয়ক নিবন্ধ রচনা ।।