"বিচার প্রক্রিয়া : দেওয়ানী ও ফৌজদারী" বইটির ভূমিকা থেকে নেয়াঃ দেশের সর্বনিম্ন আদালত হতে দেশের সর্বোচ্চ আদালত আপীল বিভাগে বিচারক হিসেবে দায়িত্ব পালন ব্যতিতও বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালনার দায়িত্বে প্রায় আট বছর ছিলাম।
এ দীর্ঘ সময়ে বিচার কার্য পরিচালনার ক্ষেত্রে নানারূপ জটিল সমস্যার সম্মুখিন হয়েছি এবং বিচার কার্যের জটিলতা সম্পর্কে বিচারক ও আইনজীবিগণের নিকট হতে অবহিত হয়েছি।
ইতিপূর্বে আমি Trial of Civil Suits and Criminal Cases নামক একটি বইয়ে এসব অনেক সমস্যা তুলে ধরেছি। জানতে পারি যে ঐ বইটি বিচারক, আইনজীবি এমনকি আইনের ছাত্রগণের নিকট সমাদৃত হয়েছে। তাদের মধ্যে অনেকেই বিচার প্রক্রিয়া সম্পর্কে বাংলায় একটি বই লিখার জন্য আমাকে অনুরােধ করেন।
যদিও আমাদের দেশের বেশীর ভাগ প্রচলিত আইন ব্রিটিশ আমলের বিধায় ইংরেজীতে করা হয়েছে তবে ইদানিং অনেক আইন বাংলা ভাষায়ও করা হয়েছে। ইংরেজী ভাষার আইনের পর্যালােচনা বাংলা ভাষায় করা হলে সকলের জন্য উহা আরও সহায়ক হবে বিশ্বাস করে বর্তমান বইটি লিখেছি।
আমার ইংরেজী বইটিকে ভিত্তি করেছি তবে আরও নুতন কিছু আইন এবং আরও অনেক নুতন ব্যাখ্যা, নজীর ইত্যাদি সংযােজন করা হয়েছে। মুদ্রণ ক্রটি যেন না থাকে সেজন্য যথাসাধ্য চেষ্টা করা হয়েছে। তারপরেও কিছু ত্রুটি থাকতেই পারে। কোন ভূলত্রুটি সম্পর্কে কোন পাঠক অনুগ্রহপূর্বক আমাকে জানালে পরবর্তি সংস্করণে সেগুলি সংশােধন করার বিষয়ে সচেষ্ট হব। যাদের জন্য বইটি লিখেছি তাদের সহায়ক হলে আমার পরিশ্রম সার্থক হবে বলে মনে করি।