মারা গেছেন সম্রাজ্ঞী মমতাজ মহল। শােকার্ত সম্রাট শাহজাহান তার প্রিয়তমার কবরের উপর নির্মাণ করছেন। এক ভাস্বর সমাধি, যার নাম হবে তাজ মহল। অন্য দিকে মায়ের অবর্তমানে রাজকীয় হারেমের দখল নিতে ঠাণ্ডা লড়াই শুরু হয়েছে শাহজাহানের দুই কন্যা, জাহানারা এবং রােশানারার মধ্যে। চার ভাইয়ের মধ্যে ভবিষ্যৎ সম্রাট কে হবে- এই নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে তারা। সেই সাথে প্রতিযােগিতা চলছে অন্য সব ক্ষেত্রেও। মুঘল সাম্রাজ্যের সবচেয়ে ক্ষমতাশালী দুই নারী যখন একই পুরুষের প্রেমে পড়ে, তখন কি ঘটতে পারে তাদের ভাগ্যে? হারেমের আধিপত্য, পিতার স্নেহ, এবং সাম্রাজ্যের ভবিষ্যৎ- সকল প্রশ্নেই বিভক্ত হয়ে পড়ছে শাহজাহানের উত্তরসূরীরা। প্রত্যেকেই নিজ নিজ লক্ষ্য অর্জনের চেষ্টায় অবিচল। কিন্তু কেউ জানে না, তাদের সকল প্রচেষ্টা, সাফল্য, ব্যর্থতা মুছে যাবে ভবিষ্যৎ প্রজন্মের কাছে, ঢাকা পড়ে যাবে তাদেরই মায়ের ভাস্বর সমাধি, তাজ মহলের ছায়ায়। দ্য টুয়েন্টিয়েথ ওয়াইফ এবং দ্য ফিন্ট অফ রােজেস-এর পর তাজ মহল। ট্রিলজির তৃতীয় বই শ্যাডাে প্রিন্সেস-এ ইন্দু সুন্দরেসান আরও একবার প্রমাণ করেছেন তার লেখনীর দক্ষতা। উজ্জ্বল রঙে, দক্ষ চিত্রশিল্পীর মতাে। তিনি এঁকেছেন মুঘল শাসকদের জীবনকে। সেই পৃথিবীতে পাঠককে স্বাগতম।
শাহেদ জামানের জন্ম ৬ জুন, ১৯৯১ সালে। পৈত্রিক নিবাস চুয়াডাঙ্গায়, তবে ছোটবেলা থেকেই বেড়ে উঠেছেন নারায়ণগঞ্জে। মাইক্রোবায়োলজিতে অনার্স সম্পন্ন করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যাল থেকে। একই বিষয়ে মাস্টার্স করেছেন স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ে। লেখালেখির শুরুটা ব্লগ থেকে। রহস্য, ফ্যান্টাসি এবং অতিপ্রাকৃত গল্প তার পছন্দ। ২০১৫ সালে তার অনুবাদে আদী প্রকাশনের ব্যানারে প্রকাশিত হয় ডিন কুন্টজের বিখ্যাত বই 'ইনটেনসিটি।' এরপর একে একে আদী প্রকাশন থেকে তার সাবলীল ও প্রাঞ্জল অনুবাদে আসতে থাকে জে আর. আর. টোলকিনের ভুবন কাঁপানো বই দ্য হবিট, রবার্ট লুডলামের দ্য ম্যাটলক পেপার, ইন্দু সুরেসানের দ্য টুয়েন্টিয়েথ ওয়াই ও দ্য ফিস্ট অফ রোজেস। বর্তমানে যুক্তরাষ্ট্রের মিলওয়াকিতে বাস করছেন তিনি।