ফ্ল্যাপে লেখা কথা শিল্পমনের সঙ্গে সমাজবিজ্ঞানীর সচেতনতা, ঔপন্যাসিকের মানব-পর্যবেক্ষণ দক্ষতার সঙ্গে অর্থনীতিবিদের নির্মোহ বিশ্লেষণÑ এমনি ভিন্ন মেরুর বোধ একত্রে ধারণ করে বৃটেনে প্রবাসকালের অন্তরঙ্গ ও শিল্পমনস্ক ছবি এঁকেছেন কথাসাহিত্যিক হাসনাত আবদুল হাই। বাংলা সাহিত্যে ব্যক্তিগত নিবন্ধাবলীর ক্ষীণতোয়া ধারায় একটি উল্লেখযোগ্য সংযোজন ঘটলো জার্নাল ’৮৯-এর সুবাদে। নীরদ চৌধুরী, উইলিয়াম রাদিচি, কেতকী কুশারী ডাইসন প্রমুখ ব্যক্তিত্বের প্রতিকৃতি, চিত্রকলা চলচ্চিত্র নাটক ফটোগ্রাফীসহ বিভিন্ন শিল্পধারার আলোচনা, সাহিত্য ও গ্রন্থজগতের হালফিল খবর এবং সমাজ ও রাজনীতির বিভিন্ন দিকে আলোকসম্পাত করেছেন তিনি অন্তরঙ্গ ঘরোয়া ভঙ্গীতে। স্বাদু ও ঋজু গদ্যে রচিত দুই সংস্কৃতির পরিচয়বহ জর্নাল ’৮৯ আমাদের সাহিত্যে একটি ব্যতিক্রমী গ্রন্থ হিসেবে বিশেষ মর্যাদার দাবীদার। পাঠকমাত্রই জানেন হাসনাত আবদুল হাই-এর ভ্রমণকাহিনি যেন ছবির এলবাম। বিচিত্র সব দৃশ্য আর নানা মানুষের এক বিশাল ক্যালাইডোস্কোপ। পড়তে পড়তে অতীত ফিরে আসে বর্তমানে, মানুষেরা কথা বলে সজীব হয়ে। শব্দ-বর্ণ-দৃশ্য-গন্ধের যে সমাহার অক্ষরের শৃঙ্খলে বরফ-জমাট তারা মুক্তি পেয়ে চঞ্চল করে দেয় পঞ্চেন্দ্রিয়। যারা লেখকের মতো সৌভাগ্যবান হয়ে দেশ-দেশান্তরে ভ্রমণের সুযোগ পান নি তাদেরকে লেখকের ভ্রমণ-সঙ্গী করার উদ্দেশ্য নিয়েই তিনি এসব ভ্রমণকাহিনি লিখেছেন। লেখকের অভিজ্ঞতার কিছুটা পাঠককে দিতে চেয়েছেন তিনি। ভেবেছেন আরাম-কেদারায় বসেই পাঠক পেরিয়ে যাক না সাত সমুদ্দুর তেরো নদী। এভাবে হাসনাত আবদুল হাই-এর ভ্রমণ হয়ে উঠতে পারে অনেকের অভিজ্ঞতা।
Hasnat Abdul Hye জন্ম ১৯৩৯ সালের সেপ্টেম্বরে, কলকাতায় । পৈত্রিক নিবাস ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার সৈয়দাবাদ গ্রামে। স্কুল শিক্ষা কলকাতা, যশোর, ফরিদপুর শহরে। কলেজ শিক্ষা ঢাকায়। ঢাকা বিশ্ববিদ্যালয়, ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়, লন্ডন স্কুল অব ইকনোমিকস এবং ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর শিক্ষা লাভের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে শিক্ষকতা । ১৯৬৫ সালে সিভিল সার্ভিসে যোগদানের পর প্রাক্তন পাকিস্তান সরকার এবং পরবর্তীকালে বাংলাদেশ সরকারের অধীনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন এবং সচিব পদ থেকে অবসর গ্রহণ করেন। হাসনাত আবদুল হাই ছাত্র জীবন থেকে সাহিত্যচর্চা শুরু করেন। ১৯৫৮ সালে ছোটগল্প রচনার মাধ্যমে। ছোটগল্প, উপন্যাস, ভ্রমণ-কাহিনী, শিল্প ও সাহিত্য সমালোচনা এবং নাটক এই সব শাখায় স্বচ্ছন্দে বিচরণ করেছেন চার দশকের অধিককাল ।বাংলা এবং ইংরেজিতে একটি কবিতার বই লিখেছেন জাপানে প্ৰবাস জীবনে। প্ৰকাশিত ছোটগল্প গ্রন্থের সংখ্যা পাঁচ, উপন্যাস পঁচিশ এবং ভ্ৰমণ-কাহিনী ছয় । সাহিত্যে অবদানের জন্য পেয়েছেন অলক্ত পুরস্কার, মোহাম্মদ আকরম খাঁ বাংলা একাডেমী পুরস্কার এবং সাহিত্যে অবদানের জন্য তিনি ১৯৯৬ সালে ‘একুশে পদক’ লাভ করেন। তাঁর লেখা উপন্যাস সুলতান ডাবলিন আন্তর্জাতিক সাহিত্য পুরস্কারের জন্য মনোনীত হয়।