"হে মেয়ে যদি সুখময় জীবন গড়তে চাও" বইটির 'লেখকের আরজি' থেকে নেয়াঃ ইলমে দ্বীনের বিভিন্ন বিষয়ে তালীম ও তাবলীগের জন্য বহু গ্রন্থ লেখা হয়েছে। এসবের মাঝে এমনও আছে, যেগুলাে শুধু নারীজাতিকে উদ্দেশ্য করেই লেখা হয়েছে। আমার এ বইটিও এর ব্যতিক্রম নয়। মহান আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় এবং আমার এক ঘনিষ্ঠ ও অকৃত্রিম বন্ধুর অনুরােধে এই গ্রন্থটি লেখা হয়েছে। ভাষা সহজ, প্রাঞ্জল ও সাবলীল রাখার চেষ্টা করেছি। বইটির অনেক জায়গায় সবসময় স্মরণযােগ্য বুযুর্গানে দ্বীনের কিতাব থেকে এবং আমারই লেখা বিভিন্ন গ্রন্থ থেকে প্রয়ােজন অনুপাতে চয়ন ও সংকলন করেছি। বইটি মােট বিশটি পাঠে বিভক্ত। শরীয়তের বিভিন্ন বিষয়ে উৎসাহ প্রদান করা এবং দ্বীন থেকে দূরে সরে থাকার ভয়াবহ পরিণতি সম্বন্ধে হুঁশিয়ার করাই এর মূল উদ্দেশ্য। আমি এ উভয় ধরণের বক্তব্য উপস্থাপন করতে সামনে রেখেছি দু’টি কিতাব। এক—মেশকাত শরীফ। দুই হাফেজ মুনযিরী রহ.-এর বিখ্যাত কিতাব ‘আততারগীব ওয়াত-তারহীব।' এ দুটো কিতাব থেকে চয়ন করে আমি আমার কিতাবের জন্য হাদীস নিয়েছি এবং সেগুলাের অনুবাদ করে কিতাবের বিষয়বস্তুও অন্তর্ভুক্ত করে নিয়েছি। তবে কিছু হাদীস এ দু’টো কিতাব ব্যতীত অন্য কিতাব থেকেও নেওয়া হয়েছে, সেগুলাের বর্ণনাকালে মূল কিতাবের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অন্য সব হাদীস উল্লেখিত দুটি কিতাব থেকেই নেওয়া হয়েছে। এ ক্ষুদ্র বইটি যদিও সবার জন্য উপকারী, কিন্তু এটি লেখা হয়েছে বিশেষ করে নারীদেরকে উদ্দেশ্য করে। তাই এতে এমন রচনাশৈলী গ্রহণ করা হয়েছে, যা নারীসমাজের জন্য অধিক উপকারী ও উপযােগী। বইটিতে প্রতিটি কথা ও বিষয় এমনভাবে আলােচনা করা হয়েছে, যাতে তারা সহজেই বুঝতে পারেন যে, কথাগুলাে তাদের উদ্দেশ্যেই বলা হচ্ছে।