“দারিদ্র্য ও দুর্ভিক্ “ বইয়ের অনুবাদকের নিবেদনঃ সংকলনের জন্য বহু ইংরেজি শব্দের পরিভাষা তৈরি হয়েছিল। তার অনেকগুলি করেছিলেন অর্মত্য সেন নিজে। যেমন ‘তৃপ্তি’ - Utility-র জন্য, অঙ্গীকারোক্তি ‘Axiom’-এর জন্য। ঐ পরিভাষাই এখানে অনুসরণ করেছি। ঐ প্রবন্ধ সংকলনের ভূমিকাতে অধ্যাপক সেন বলেছিলেন, তাঁর নিজের ভাষা ‘পদাতিক'। সেটাই মনে হয়েছিল তাঁর পছন্দ। তাঁর ঐ ইঙ্গিতটি অনুসরণ করার চেষ্টা করেছি অনুবাদের সময়ে। অধ্যাপক সেনের মূল ইংরেজি রচনাগুলিতে বহু উৎস গ্রন্থ বা রচনার উল্লেখ থাকে। কিন্তু ঐ বাংলা বইটিতে বেছে নেওয়া হয় প্রধান উৎসগুলিকে উল্লেখের জন্য। এখানেও সেই নীতি অনুসরণ করেছি। ইংরেজি বইটির (প্রকাশক Oxford University Press) মানচিত্র অনুসরণ করেই আমাদের মানচিত্র রচিত। মূলগ্রন্থের পরিশিষ্টগুলি বর্জন করেছি, ভার কমাবার জন্য- শুধু রেখেছি একটি– দুর্ভিক্ষের মৃত্যু (বাংলার দুর্ভিক্ষ)। গুরুত্বপূর্ণ মনে হয়েছিল, লেখকও পরামর্শ দিয়েছিলেন। প্রকাশনাকে এই অনুবাদ প্রকাশের পরামর্শ দিয়েছিলেন অমর্ত্য সেন আর একই সঙ্গে আমাকে ঋণী করে দিয়েছেন। আমায় দিয়েছেন কুণ্ঠাহীন উৎসাহ আর প্রশ্রয়। তাঁর উৎসাহ ও মদত, আর স্মরণ করি একজন মানুষকে। তাঁকে কামালদা বলে ডাকতাম। যেমন হঠাৎ তাঁর সঙ্গে আলাপ তেমনি অকাল তাঁর মৃত্যু। অথচ শেষ দিন পর্যন্ত আমাকে মদত দিয়েছেন এমন কী বকুনি দিয়েছেন এই বই প্রকাশকে ত্বরান্বিত করতে।
সূচীপত্র * প্রথম অধ্যায়ঃ দারিদ্র্য ও স্বত্বাধিকার ১ * দ্বিতীয় অধ্যায়ঃ দারিদ্র্যের বিভিন্ন ধারণা ১০ * তৃতীয় অধ্যায়ঃ দারিদ্র্য চিহ্নিত ও সমষ্টিকরণ ২৫ * চতুর্থ অধ্যায়ঃ অনাহার আর দুর্ভিক্ষ ৩৯ * পঞ্চম অধ্যায়ঃ স্বত্বাধিকার পন্থা ৪৪ * ষষ্ঠ অধ্যায়ঃ বাংলার পঞ্চাশের দুর্ভিক্ষ ৫১ * সপ্তম অধ্যায়ঃ ইথিওপিয়ার দুর্ভিক্ষ ৮৮ * অষ্টম অধ্যায়ঃ সাহেলের খরা ও দুর্ভিক্ষ ১১৪ * নবম অধ্যায়ঃ বাংলাদেশের দুর্ভিক্ষ ১৩২ * দশম অধ্যায়ঃ স্বত্বাধিকার ও বঞ্চনা ১৫৬ * পরিশিষ্ট দুর্ভিক্ষেমৃত্যু (বাংলার দুর্ভিক্ষ) ১৫৬
Kabir Chowdhury- (১৯২৩-২০১২) বরেণ্য সাহিত্যিক ও শিক্ষাবিদ। বাংলা ও ইংরেজিতে তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা প্রচুর। সাহিত্যে ও শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য জাতীয় ও আন্তর্জাতিক অনেক পুরস্কারে ভূষিত হয়েছেন। Kabir Chowdhury (1923) is a noted translator, critic and essayist. His elegant and lively English translations of Bengali poems, novels and short stories have been widely acclaimed at home and abroad. He has received many national and international awards for his contributions in the field of literature, education and peace.