‘কী আর হবে একটি দোষে!’ বইয়ের ভূমিকাঃ মানব সমাজের অগ্রগতিতে সৃজনধর্মী কর্মকুশলতা কিংবা অবসর বিনোদনের অঙ্গস্বরূপ গল্পের ভূমিকা আজও অনস্বীকার্য। যুগে যুগে মানুষ বহু বিচিত্র রকমের গল্প বলেছে, শুনেছে আর লিখেছে। অনেক সময় নিটোল বাস্তব ঘটনা কাল্পনিক কাহিনি কিংবা রূপকথার রূপ পরিগ্রহ করেছে -Fact হয়ে গেছে Fiction! তবে মোটামুটিভাবে গল্পকে আমরা তিনটি ভিন্ন ভাগে ভাগ করতে পারি। যথা : The myth, the fable (or parable), and the tale; তিনটি ভিন্ন ধরনের চরিত্রায়ণও এর অনুষঙ্গ। একজন লেখক সম্পর্কে কোনো বিখ্যাত সমালোচকের অনুসরণে আমরা বলতে পারি, ‘পরিবেশের সঙ্গে মানুষের সম্পর্ক তৈরি করে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে মানব-মনের অনুভূতি ফুটিয়ে তোলার চেষ্টা তিনি করেননি। এখানে জীবন জেগেছে অনবদ্য বাকভঙ্গির মধ্যে। এখানকার চরম সত্য যাচ্ঞা ও ব্যর্থতার কাহিনি নয়, কিন্তু নিশ্চিন্ত সহজতায়, সমস্ত কিছুকে প্রকাশ করবার বাণীবিন্যাস।’ (সৈয়দ আলী আহসান: গল্প-সংগ্রহ, ভূমিকা)। এম মিরাজ এইচ রচিত কী আর হবে একটি দোষে আদ্যোপান্ত পড়তে গিয়ে উপর্যুক্ত কথাগুলো মনে পড়ল। এই লেখকের কোনো গল্প পত্রপত্রিকায় কিংবা বইতে আমি ইতিপূর্বে পাঠ করেছি বলে মনে হয় না। কিন্তু এবার পাণ্ডুলিপিটি পড়ে আমার মনে হলো, গল্পের তিনটি ভাগের মধ্যে তাঁর গল্পগুলো পড়ে যায়। তাছাড়া, নিশ্চিন্ত সহজতায় নিজস্ব বাণীবিন্যাসে তিনি তা প্রকাশ করেছেন এ কথাও বলা যায়। গল্পগুলোতে কিংবদন্তিমূলক কাহিনি, প্রবাদসিদ্ধ Moral Story -র ছাপ রয়েছে। এতে যেমন নতুনত্ব আছে তেমনি মানুষের অনন্য কিছু দিক তুলে ধরা হয়েছে। বইয়ের প্রথম গল্প “রক্তদানের পুণ্য” তন্ময় নামের এক আদর্শবাদী সরল তরুণের বড়ো হয়ে উঠার গল্প। শিক্ষণীয় বিষয় সহজভাবে বলা। “ভার তো অইলো” গল্পে একটু বোকা প্রকৃতির মানুষের জীবন সংগ্রামের কাহিনি। বিপরীত দিক থেকে নির্মম মানসিকতার আব্বাসের মনে “মনুষ্যবোধের” উদয় আকস্মিকতার সঞ্চার করে। কিংবদন্তিমূলক কাহিনি “কী আর হবে একটি দোষে” আমরা মানুষ বিক্রির হাটের সন্ধান পাই। বেশি দাম দিয়ে যে চৌকষ ভৃত্য সেখান থেকে কিনলেন রাজা মশাই তার ৯৯ভাগ ভালো গুণ থাকা সত্ত্বেও সবশেষে একটি দোষের জন্য তাঁর সর্বনাশ ঘটে গেল। অবিশ্বাস্য এক ঘটনায় আমরা দেখি নিষ্ঠার পরাকাষ্ঠা। “অতি লোভে তাঁতি নষ্ট”-ও একই ধরনের কাহিনি যা চলতি নাগরিক জীবনের ঘটনা প্রবাহ থেকে সংকলিত। গল্পের ভেতর গল্প তৈরি করে লেখক এখানে কাহিনির নবতর বৈশিষ্ট্য নির্মাণ করেছেন। “ডাক্তারের বদলে লাশ” গল্পে আমরা যাপিত জীবনের এক ট্রাজিক বাস্তবতার সম্মুখীন হই। “ইচ্ছা থাকিলেই উপায় হয় (না)” গল্পের নায়ক মানিকসহ আট ভাই-বোনের সংসারের জটিল চিত্র তুলে ধরা হয়েছে, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার অভিজ্ঞতা নিয়ে। প্রায় এক উপন্যাসের ব্যাপ্তিতে গড়া গল্পটিতে মানসিক প্রশান্তি লাভের উপায় নির্দেশ করা হয়েছে। “কী হয়ে গেলো”-তে সাম্প্রতিক জনজীবনে মোবাইল ব্যবহারের যে সমস্যা তার সমাধানের একটা উপায় নির্ধারণের চেষ্টা রয়েছে। “মাতব্বরি সমাচার” সমকালীন সমাজকাঠামোয় পুরুষদের একটি সমস্যার দিকে দৃষ্টিপাত রয়েছে। পারিবারিক সম্প্রীতি, বিশেষ করে ভ্রাতৃস্নেহের একটি অনবদ্য চিত্র এখানে আমরা পাই। তাছাড়া, মাতব্বরি চিত্রের প্রহসনও তুলে ধরা হয়েছে গল্পটিতে। “রুমমেট”-এ আমরা আবার বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতি উদ্ঘাটিত হতে দেখি। একই মুদ্রার দু’পিঠ-অকৃতজ্ঞ বনাম স্বার্থপর মানব চরিত্রের বৈশিষ্ট্য বিষয়ে সারগর্ভ বক্তব্য প্রকাশ করে জীবনের যথার্থ উদ্দেশ্য বিষয়ে লেখক সারকথা প্রকাশ করেন। “ঈদের জুতা” এক কৈশোরিক কাহিনি। তবে মানবিক ভাবনা সমৃদ্ধ। “অকর্মণ্য উপদেশের পরিণতি” প্রবাদসিদ্ধ বাস্তবতার স্বরূপ প্রকাশ করে। সংক্ষেপে এম মিরাজ এইচের গল্প সংগ্রহের একটি চিত্র তুলে ধরা হলো। ভাষা, বর্ণনাভঙ্গি ও কাহিনি নির্মাণে তাঁর নিষ্ঠা উত্তরোত্তর আমাদের কথাসাহিত্যের সমৃদ্ধ পটভূমিতে স্থায়ী আসন লাভ করবে, এমন আশা ব্যক্ত করা যায়।
প্রফেসর ডক্টর মাহমুদ শাহ কোরেশী সাবেক মহাপরিচালক বাংলা একাডেমি (একুশে পদকপ্রাপ্ত)
কী আর হবে একটি দোষে! মূলত গল্প ও অনুপন্যাস -এর সমন্বয়ে নির্মিত একটি ভিন্নধারার বই। বইটিতে মোট ১১টি লেখা সন্নিবেশিত হয়েছে। প্রেক্ষিত ঘটনা পরম্পরাগুলো প্রথাগত ছোটগল্পের সংজ্ঞা তথা প্রচলিত ধারা গণ্ডিয়ে লেখকের স্বকীয় ধারায় রচিত। শুরুতে “সমালোচনার পূর্বপ্রসঙ্গ” নামক লেখককথায় আলোচ্য গ্রন্থ রচনার প্রেক্ষাপট আলোচিত হয়েছে। একটু সচেতনভাবে মনঃসংযোগ ঘটালেই পাঠক প্রতিটি লেখনীর মধ্যে জীবনবোধের চমৎকার বার্তা খুঁজে পাবেন। এম মিরাজ এইচ একজন শিক্ষক । তিনি বাংলাদেশের একটি পাবলিক বিশ্ববিদ্যালয় [জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়] থেকে ইংরেজি ভাষা ও সাহিত্যে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন । অতঃপর তিনি একটি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের প্রভাষক হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেন। তিনি সৌদি আরবের কিং খালিদ ইউনিভার্সিটি, বাংলাদেশে সাউথইস্ট ইউনিভার্সিটি এবং গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশসহ এপর্যন্ত দেশ ও বিদেশের ৫টি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে কর্ম অভিজ্ঞতা অর্জন করেছেন। বর্তমানে তিনি ইউনিভার্সিটি অব বিশা, সৌদি আরব-এ ইংরেজি বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত। স্ত্রী ড. আয়েশা হোসেন ও মেয়ে তাসনীম হোসেনের সাথে বসবাস করছেন আসির প্রদেশের আবহা-তে। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন তাঁর প্রতিষ্ঠিত ও সম্পাদিত ম্যাগাজিন ক্যাম্পাস সময়-এ বিশ্ববিদ্যালয়ের নামকরা প্রফেসরদের লেখা ছাপানোর পাশাপাশি লেখালেখিতে একেবারেই নবীনদেরকেও সুযোগ করে দেন তিনি। বিভিন্ন সময় জাতীয় দৈনিকেও তাঁর লেখা প্রকাশিত হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আ ফ ম কামালউদ্দিন হল কর্তৃক আয়োজিত ‘উপস্থিত ধারাবাহিক গল্প বলা’ প্রতিযোগিতায় জিতেছেন পুরস্কার। গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ এ শিক্ষকতাকালীন Green University Review নামক একটি বহুমুখী গবেষণামূলক জার্নাল সম্পাদনায় তিনি সক্রিয়ভাবে নিয়োজিত হন। তিনি BANGLADESH RESEARCH FOUNDATION JOURNAL এর নির্বাহী সম্পাদক। শিক্ষানুরাগী এম মিরাজ এইচ স্টামভার্ড ইন্টারন্যাশনাল স্কুল, যশোর – এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।