"বাকশিল্প (বক্তৃতা শেখার আধুনিক কলা-কৌশল)" বইয়ের সংক্ষিপ্ত কথা: সফল বক্তা হতে হলে একজন মানুষকে কোন পথে এগোতে হবে, ভাষণের আগে কী কী প্রস্তুতি নিতে হবে, ভাষণের প্রকারগুলো কী, মঞ্চে ওঠার পর কী করতে হবে, কীভাবে আলোচনা শুরু করতে হবে, প্রথম দেখাতেই শ্রোতাদের কীভাবে মুগ্ধ করতে হবে, শ্রোতাদের সঙ্গে কীভাবে আন্তরিক হতে হবে, আলোচনার পার্ট ও পয়েন্টগুলো কী রকম হতে হবে, আলোচনার মাঝে ঘটনা, উদাহরণ, উপমা কখন এবং কীভাবে উপস্থাপন করতে হবে, অঙ্গভঙ্গি কেমন হবে, চোখের ভাব কেমন হবে, শ্রোতাদের মনোভাব কীভাবে বোঝা যাবে- ইত্যাদি বিষয় বিস্তারিতভাবে এখানে তুলে ধরা হয়েছে। পাশাপাশি কথা বলার সময় ভয়, উৎকণ্ঠা, লজ্জা ও জড়তা কীভাবে কাটিয়ে ওঠা যায়, সে নিয়মও এখানে আলোচিত হয়েছে। বাগজড়তা কাটিয়ে ওঠার জন্য বাকপ্রত্যঙ্গের কিছু ব্যায়ামও উল্লেখ করা হয়েছে। তা ছাড়া শুদ্ধ বাংলা চর্চার জন্য অনুবাদক জনাব উমাইর লুৎফর রহমান কর্তৃক প্রমিত বাংলা উচ্চারণের কিছু নিয়মও সংযোজন করা হয়েছে। বক্তৃতা ও বাকচর্চাকারী প্রতিটি আগ্রহী শিক্ষার্থী এখান থেকে উপকৃত হবেন। বক্তৃতা এবং ভাষণসংশ্লিষ্ট অনেক নতুন এবং আধুনিক বিষয়ের আলোচনা এখানে পাবেন, যা নিঃসন্দেহে আপনার বক্তব্য ও আলোচনাকে আরও সুন্দর, আকর্ষণীয় ও শ্রুতিমধুর করে তুলবে। একবার-দু’বার নয়; প্রাণপ্রিয় ছাত্র ভাইদের আমরা গভীর মনোযোগ ও প্রবল অভিনিবেশের সঙ্গে বার বার এ বইটি পড়ার পরামর্শ দিচ্ছি। নির্দেশনাগুলো মেনে চলার এবং নিয়মিত অনুশীলন চালিয়ে যাওয়ারও অনুরোধ করছি।
উমাইর লুৎফর রহমান মেধাবী, কর্মতৎপর ও চিন্তাশীল এক মুসলিম যুবক । মাত্র ১০ বৎসর বয়সেই কুরআনুল কারীম হিফজ শেষ করে কেন্দ্রীয় পরীক্ষায় মেধাতালিকায় স্থান করে নেন । অতপর উপমহাদেশের প্রখ্যাত বুযুর্গ মাওলানা আতহার আলী রহ. কর্তৃক প্রতিষ্ঠিত কিশোরগঞ্জস্থ জামিয়া ইমদাদিয়ায় দ্বীনী জ্ঞানার্জনে মনোনিবেশ করেন । মাদরাসা শিক্ষার সর্বোচ্চ কেন্দ্রীয় পরীক্ষায় সর্বোন্নত ফলাফলের অধিকারী হয়ে ইলমী মহলে নিজের প্রতিভার স্বাক্ষর রাখেন । অতপর ইসলামী দাওয়াহ ও আরবী ভাষা সাহিত্যের উপর সর্বোচ্চ যোগ্যতা অর্জন করেন । বর্তমানে তিনি সংযুক্ত আরব আমিরাত'স্থ দুবাই নগরীর “জামে আলী খালীফা আলরুমাইছী”তে ইমাম ও খতীবের পদে সুনামের সহিত কর্মরত আছেন । লেখালেখির অভ্যাস তার ছাত্র জীবন থেকেই । অনুবাদ ও সম্পাদনা মিলিয়ে একাধিক বই তার বাজারে এসেছে। সরল অনুবাদ ও সাবলিল ভাষান্তরে পাঠকমহলে ইতিমধ্যেই তিনি প্রসিদ্ধি ও সুপরিচিতি লাভ করেছেন ।