"রিবার্থ" বইয়ের ফ্ল্যাপের লেখা: চারশত বছর আগে সিংহাসনচুত্য হবার আগে কোহিনূরকে রক্ষার উদ্দেশ্য এক অভিনব পরিকল্পনা করেছিলেন সম্রাট শাহজাহান। কি ছিল সেই পরিকল্পনা? এত কিছুর পরেও কোহিনূর মােঘলদের হাতছাড়া হল কীভাবে? দীর্ঘদিন ধরে প্রায় নির্বাসিত জীবন-যাপন করা বিজ্ঞানী গােলাম মােস্তফা হঠাৎ করেই খুন হয়ে গেলেন। তদন্তের দায়িত্ব গিয়ে পড়ল নিশাত ও তার সহকারী জাহিনের ওপর।পৃথিবীতে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠার জন্য উঠে পড়ে লেগেছে এক গুপ্তসংঘ। প্রথম পরিকল্পনা বাস্তবায়নের জন্য তারা বেছে নিয়েছে বাংলাদেশ। তাহলে কি কোনাে ভয়ংকর বিপদের সম্মুখীন হতে চলেছে বাংলাদেশ? ওদিকে কুয়ালালামপুরের ফাঁকা রাজপথ থেকে অপহৃত হয়ে গেল প্রধানমন্ত্রীর একমাত্র কন্যা। অপহরণকারীদের দাবি-মেয়েকে ফেরত পেতে হলে ক্ষমতা থেকে সরে দাঁড়াতে হবে তাঁকে। কি করবেন তিনি? গােলাম মােস্তফার খুনের তদন্তভার জাহিনের উপর ন্যস্ত করে কুয়ালালামপুরে পাড়ি জমাল নিশাত। বিমানবন্দর থেকে বের হবার সাথে সাথেই আক্রমণ হল তার ওপর। সে কি পারবে মন্ত্রী কন্যাকে উদ্ধার করতে? জাহিন কি পারবে বিজ্ঞানীর হত্যা রহস্য উন্মােচন করতে? আপাত দৃষ্টিতে খাপছাড়া ঘটনাগুলাের মধ্যে কি আদৌ কোনাে সংযােগ রয়েছে?