ড. এটিএম শাহ আলম সিকদার মূলতঃ একজন গবেষক। কিছু কবিতা লিখলেও তিনি গবেষণামূলক গ্ৰন্থই বেশি লিখেছেন। তাঁর অনুসন্ধিৎসু মন বার বার খুঁজে ফিরেছে। মানুষের অতীত। মানব সভ্যতার ক্রমবিকাশ সম্পর্কে তাঁর নিজের যেমন জানার আগ্রহ প্রবল, তেমনি তিনি অতীত সভ্যতার। খুঁটিনাটি সাধারণ পাঠকদের সামনে তুলে ধরতে চেয়েছেন নিজের লেখনির মাধ্যমে। তাঁর এই গ্রন্থে মূলতঃ সেইসব নারী শাসকদের কথাই বেশি বিবৃত হয়েছে। অতীতে যারা বিভিন্ন রাজ্য, সাম্রাজ্য শাসনে সরাসরি ভূমিকা রেখেছেন, নয়তো পুরুষ শাসকের পেছনে থেকে শাসনকার্যে অংশগ্রহণ করেছেন। এর সাথে আছে আরো বেশকিছু বিষয় যা পাঠককে বইটি পড়তে আগ্রহী করে তুলবে। হারিয়ে যাওয়া মানব সভ্যতার অনেক কিছুই পাঠক জানতে পারবেন বইটি পাঠ করলে।
সূচিপত্র * সব অতীত গত হয় না-৯ * কর্ণেল সাবের বাড়ি-২৮ * নারীর কারণে-৩৪ * কারুবাকি-৫২ * কার কাস-৫৪ * প্রাচীন ভারতবর্ষ-৫৫ * Kata pogar বা শুশ্রুর দেবতা-৬০ * নদী-৬১ * সময় (ঘড়ি)-৬২ * আকাশ গবেষকগণ-৬৪ * ফিরে দেখা অতীত- ৭৪ * বিশ্ববিদ্যালয় জীবন- ৭৪ * ক্যাম্পাস জীবন- ৯২ * চরগোবিন্দপুরঃ একটি ঐতিহ্যবাহি অঞ্চল ও স্কুল প্রসঙ্গ- ১২৪ * ইতিহাসের নারীরা- ১৩৭ * ক্লিওপেট্রা- ১৩৭ * সিথ আল মূলক- ১৪০ * লিভিয়া- ১৪১ * রানী আরওয়া- ১৪৩ * আগরি পপিনো- ১৪৪ * তেরকান খাতুন- ১৪৬ * অভিলাষি মেসলিনা- ১৪৭ * সুলাফা খাতুন ওরফে কাবা মুনকুর- ১৫০ * এলিস- ১৫০ * লালা খাতুন- ১৫১ * উচেথিয়েন- ১৫২ * পাদিশা খাতুন- ১৫৪ * বৃষ্টি নারী- ১৫৭