"গল্প শুধু গল্প নয়" বইটির 'পূর্বাভাস' অংশ থেকে নেয়াঃ পবিত্র কুরআনে পূর্ববর্তী নবীগণের ও তাঁদের উম্মতের কাহিনী বিভিন্নভাবে আলােচিত হয়েছে। হযরত ইউসুফ (আঃ) ও তাঁর ভাইদের ঘটনাকে আল্লাহ্ রাব্দুল আলামীন ‘আহসানুল কাসাস’ তথা অত্যুত্তম কাহিনী বলে অভিহিত করেছেন। অন্যত্র বলেছেন, তাদের ঘটনাবলীতে বুদ্ধিমানদের জন্য যথেষ্ট শিক্ষণীয় বিষয় রয়েছে। সুতরাং এ থেকে বুঝা যায় যে, বাস্তবসম্মত, মার্জিত ও শিক্ষণীয় গল্প-কাহিনী ইসলামে গুরুত্বপূর্ণ। কারণ,মানুষ স্বভাবতঃই গল্প প্রিয়। আর গল্প ও দৃষ্টান্ত দিয়ে কোন কিছু বুঝালে, সহজে তার মানসপটে বিষয়টি অংকিত হয়। তবে গল্প বা কাহিনীটাই লক্ষ্য ও উদ্দেশ্য নয়। উদ্দেশ্য সেটাই, যার জন্য গল্প বা কাহিনী দৃষ্টান্ত স্বরূপ পেশ করা হয়েছে। ঠিক তেমনি বক্ষমান পুস্তকটিতে গল্প আমাদের প্রধান ও মুখ্য উদ্দেশ্য নয়। বরং গল্প থেকে কি শিখতে পেলাম, সেটাই মূল লক্ষ্য ও প্রতিপাদ্য বিষয়। এজন্যই আমরা বইটির নাম দিয়েছি ‘গল্প শুধু গল্প নয়।' বইটি মূলতঃ কিশাের-কিশােরী ও উঠতি বয়সের তরুণ-তরণীদের লক্ষ্য করে লিখা। গল্পের শেষে “পথ ও পাথেয়” শিরােনামে গল্পের স্বপক্ষে কুরআন, হাদীস, গুণীজনদের বাণী, কবিতা ইত্যাদি সন্নিবেশিত করেছি। কোথা থেকে কি আনা হলাে, সংক্ষেপে সূত্রও উল্লেখ করার চেষ্টা করেছি। আশা করি পাঠক-পাঠিকা এ থেকে কিছুটা উপকৃত হবেন।