যতীন সরকার বাংলাদেশের অগ্রণী চিন্তক। পঞ্চাশ বছরেরও অধিক কাল ধরে তাঁর ক্ষুরধার লেখনী এ দেশের শুভবুদ্ধিসম্পন্ন ব্যক্তি ও সংগঠনকে প্রাণিত করে এসেছে। মুক্তবুদ্ধির চড়াই-উতরাই এমনই এক প্রেরণাসঞ্চারী বই। বারোটি প্রবন্ধে সংকলিত এই বইয়ে লেখক মুক্তবুদ্ধি, ধর্ম ও ধর্মবিরোধিতার তাৎপর্য এবং অসাম্প্রদায়িক মানব ধর্ম সম্পর্কে অনন্যসাধারণ বিশ্লেষণ করেছেন দ্বান্দ্বিক বস্তুবাদের আলোকে। রবীন্দ্রনাথ ঠাকুরের আপ্তবাক্য ‘মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ’কে অভিনব দৃষ্টিকোণ থেকে তিনি ব্যাখ্যা করেছেন। শওকত ওসমান, হাসান আজিজুল হকের মতো কীর্তিমান কথাসাহিত্যিকের ওপর যেমন আলোকপাত করেছেন, তেমনি উপস্থাপন করেছেন অকালে ঝরেপড়া অমিত সম্ভাবনাময় কিশোর ত্বকীর জীবনদর্শনকেও। পণ্যভোগবাদের এ যুগে যথার্থ চিন্তাশীল ও প্রসাদগুণ সম্পন্ন প্রবন্ধসাহিত্য দুর্লভ হয়ে উঠেছে। শক্তিমান প্রাবন্ধিক যতীন সরকারের রচনা প্রবন্ধসাহিত্যের ক্ষীয়মাণ ধারায় অমূল্য সংযোজন। মুক্তচিন্তা ও মুক্তবুদ্ধির অনুসারী পাঠকমাত্রই তাঁর রচনা থেকে ইতিবাচক জীবনদর্শনের উপকরণ পাবেন। “দানবের সাথে যারা সংগ্রামের তরে প্রস্তুত হতেছে ঘরে ঘরে-তাদের প্রত্যেকের জন্য বাতিঘরের ভূমিকা পালন করবে মুক্তবুদ্ধির চড়াই-উতরাই।
Jatin Sarker জন্ম : নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার চন্দপাড়া গ্রামে ২ ভাদ্র ১৩৪৩, ১৮ আগস্ট ১৯৩৬ । দীর্ঘ চার দশক ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে বাংলা ভাষা ও সাহিত্যে অধ্যাপনা করেন। উল্লেখযোগ্য গ্ৰন্থ : সাহিত্যের কাছে প্রত্যাশা, বাংলাদেশের কবিগান, বাঙালীর সমাজতান্ত্রিক ঐতিহ্য, সংস্কৃতির সংগ্রাম, মানবমন মানবধর্ম ও সমাজবিপ্লব, গল্পে গল্পে ব্যাকরণ, দ্বিজাতিতত্ত্ব নিয়তিবাদ ও বিজ্ঞানচেতনা, সংস্কৃতি ও বুদ্ধিজীবী সমাচার, আমাদের চিন্তাচৰ্চার দিক-দিগন্ত, ধৰ্মতন্ত্রী মৌলবাদের ভূত ভবিষ্যৎ ভাষা সংস্কৃতি উৎসব নিয়ে ভাবনা চিন্তা, প্রাকৃতজনের জীবনদর্শন, সত্য যে আমার যেটুকু সাধ্য । সম্পাদিত গ্ৰন্থ : সোনার তরী, প্রসঙ্গ : মৌলবাদ, জালালীগীতিকা সমগ্ৰ । বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সাবেক সভাপতি এবং ত্রৈমাসিক সমাজ অর্থনীতি ও রাষ্ট্র পত্রিকার সম্পাদক । মুক্তিযুদ্ধভিত্তিক অনবদ্য আত্মজীবনী পাকিস্তানের জন্ম মৃত্যু-দৰ্শন ‘প্রথম আলো বর্ষসেরা বই-এর পুরস্কারে সম্মানিত। সর্বোচ্চ রাষ্ট্ৰীয় সম্মান স্বাধীনতা পুরস্কার ও বাংলা একাডেমি পুরস্কারসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন।