"পরিসংখ্যানে হাতেখড়ি" বইটির সম্পর্কে কিছু কথাঃ প্রবাসে প্রায় এক যুগের বেশি সময় একাডেমিয়াতে কাজ করার সুযােগে একটি ব্যাপার সব সময় লক্ষ করেছি। সেটি হলাে, এ দেশে ইউনিভার্সিটিতে ছাত্রছাত্রীরা পরিসংখ্যানকে খুব ভয় পায়। এমনকি ম্যাথেমেটিকসের চেয়েও বেশি ভীতি পরিসংখ্যানে। অথচ বলতে গেলে সব বিষয়ের ছাত্রছাত্রীদেরই পরিসংখ্যানের এক বা একাধিক কোর্স নিতে হয়। মজার বিষয় হলাে, দেশে থাকতে এমনটি কখনাে শুনেছি বলে মনে করতে পারি না। এ এর কারণ অনুসন্ধান করতে গিয়ে দুটি বিষয় আমি অনুধাবন করেছি। একটি হলাে আন্ডারগ্র্যাজুয়েট বা গ্র্যাজুয়েট লেভেলের শিক্ষার্থীরা পরিসংখ্যানের প্রয়ােজনীয়তা কীভাবে উপলব্ধি করে সেটি। আর দ্বিতীয়টি হলাে, পরিসংখ্যান কীভাবে তাদের কাছে উপস্থাপন করা হয়। ইদানীং আমাদের দেশে ছাত্রছাত্রীদের মাঝে দক্ষতা অর্জনের প্রয়াস উপলব্ধি করছি। এর প্রধান কারণ হলাে ছাত্রছাত্রীদের আগ্রহ আগের চেয়ে বেড়েছে; বিশেষ করে তারা এখন ইন্টারনেটের সুবিধার কারণে বুঝতে পারছে, বিজ্ঞানের সব শাখাতেই সফলভাবে বিচরণ করার জন্য পরিসংখ্যানের ব্যবহার জানতে হবে। যে কারণে তারা নিজেদের আগামী দিনের প্রস্তুতির অংশ হিসেবে পরিসংখ্যানে দক্ষতা অর্জনের চেষ্টা করছে।