কাহিনি সংক্ষেপঃ ঘরে ঢুকেই নিচু মাথায় অস্ফুট গলায় লুতফা বলল, ‘এইটা মফঃস্বল শহর। এখানে মানুষ দেখার আগে, নিয়ম কানুন ঠিকমতো পালন হল কিনা সেটা দেখা হয়। আপনি হবু জামাই, এ বাড়িতে প্রথম এসেছেন। আপনার খালি হাতে হুট করে আসা নিয়ে অনেকেই অনেক আজেবাজে কথা বলবে। কয়েক রাস্তা পরেই সুধীর ঘোষ মিষ্টির দোকান। আপনি কি পিছনের দরজা দিয়ে গিয়ে পাঁচ কেজি মিষ্টি নিয়ে আসতে পারবেন?’ থতমত মুখে আদিল উঠে দাঁড়ায়, ‘ভুল হয়ে গেছে। তুমি দেখা করবে না কিন্তু তোমার সাথে আমার কথা বলাটা জরুরী ছিল। ঝোঁকের মাথায় চলে এসেছি। আমার এভাবে আসাটা ঠিক হয়নি। আমি এক্ষুণি মিষ্টি নিয়ে আসছি।’ ‘বললেন ঝোঁকের মাথায় চলে এসেছেন, আপনার কাছে পাঁচ কেজি মিষ্টি কেনার টাকা আছে তো?’ ঠোঁট কামড়াতে কামড়াতে আদিল মানিব্যাগ বের করল, তাকে দেখে মনে হচ্ছে সে মাটির সাথে মিশে যাবে। ‘মিষ্টি কেনা যাবে, কিন্তু মিষ্টি কেনার পর ঢাকা যাওয়ার ভাড়া থাকবে না।’ ‘আপনি দাঁড়ান, আমি আসছি’ বলে লুতফা চট করে ভেতরের ঘরে চলে গেল। একটু পর মুঠি বদ্ধ করে ফিরে এসে আদিলের হাতে টাকা গুঁজে দিয়ে বলল, ‘আপনাকে লজ্জা পেতে হবে না, টাকাটা আমার। আমি টিউশনি করাই। টাকা ঋণ হিসেবে নিচ্ছেন ভেবে নিন, এতে আপনার অস্বস্তি কম হবে। পরে নাহয় শোধ করে দিবেন।’ আদিল হেসেছিল। সেই হাসিতে লুতফা ছবির পর দ্বিতীয়বার উদাসপুত্রের প্রেমে পড়ে গিয়েছিল।
ভালোবাসেন মানুষ ও তার রহস্য। রাফিউজ্জামান সিফাতের জন্ম ২৪ নভেম্বর,ময়মনসিংহে। বাবা আব্দুস সাত্তার এবং মা রাশেদা আখতার। দুই ভাই বোনের মাঝে অবস্থান দ্বিতীয়।ছিলেন ময়মনসিংহ জেলা স্কুলের ছাত্র। পরবর্তীতে ঢাকায় আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স এন্ড ইন্জিনিয়ারিং-এ স্নাতক শেষে কর্মরত আছেন একটি টেলিকমিউনিকেশন এবং সফটওয়্যার তৈরী প্রতিষ্ঠানে। অল্প বয়সে নিজের ডায়েরীতে হাবিজাবি লিখতে লিখতে অনেকটা খেলার ছলে জাতীয় দৈনিকে গল্প পাঠানো ,সেই লেখা প্রকাশিত হওয়া, ছাপা অক্ষরে নিজের নাম দেখে আনন্দে মহল্লা দৌড়ে বেড়ানো, এভাবেই লেখালেখির শুরু। মৌচাকে ঢিল-এ নিয়মিত ছোটগল্প লিখতেন, পেতেন সারাদেশ থেকে পাঠকদের মতামত। লেখকের ভাষ্যমতে, পাঠকদের মন্তব্য তাঁর গল্প লেখার অন্যতম শক্তি হিসেবে কাজ করেছে ।তবে গল্প লেখা নেশা হলেও গান ও নাটক লেখা লেখকের শৌখিনতা। একসময় ব্লগে প্রচুর লেখালেখি ছাড়াও সাপ্তাহিক ২০০০-এ ছিলেন নিয়মিত প্রদায়ক, বর্তমানে 'বাংলাদেশ প্রতিদিন' পত্রিকায়। নিজের রসবোধ ও বিভিন্ন উক্তি লিখে ফেইসবুকে জনপ্রিয়তা পেলেও যথাক্রমে ২০১৬, ২০১৭, ২০১৮ বইমেলায় প্রকাশিত ছোটগল্প সমগ্র 'সে আমার গোপন', প্রথম উপন্যাস ‘সুয়া উড়িলো উড়িলো জীবেরও জীবন’, দ্বিতীয় উপন্যাস 'পদ্ম বলে, এসো' লেখকের অন্যতম প্রাপ্তি।