FOREWORD - IX PREFACE TO THIRD EDITION - X PREFACE TO SECOND EDITION - XI FOREWORD TO FIRST EDITION - XII 1. THE BOOK OF NATURE - 1 2. HOW EARLY HISTORY WAS WRITTEN - 7 3. THE MAKING OF THE EARTH - 13 4. THE FIRST LIVING THINGS -19 5. THE ANIMALS APPEAR - 27 6. THE COMING OF MAN - 32 7. THE EARLY MEN - 38 8. HOW DIFFERENT RACES WERE FORMED - 46 9. THE RACES AND LANGUAGES OF MANKIND - 52 10. THE RELATIONSHIPS OF LANGUAGES - 58 11. WHAT IS CIVILIZATION? - 63 12. THE FORMATION OF TRIBES - 67 13. HOW RELIGION BEGAN AND DIVISION OF LABOUR - 71 14. THE CHANGES BROUGHT ABOUT BY AGRICULTURE - 77 15. THE PATRIARCH-HOW HE BEGAN - 81 16. THE PATRIARCH-HOW HE DEVELOPED - 86 17. THE PATRIARCH BECOMES THE KING - 90 18. THE EARLY CIVILIZATIONS - 95 19. THE GREAT CITIES OF THE ANCIENT WORLD - 102 20. EGYPT AND CRETE - 106 21. CHINA AND INDIA - 112 22. SEA VOYAGES AND TRADE - 116 23. LANGUAGE, WRITING AND NUMERALS - 123 24. DIFFERENT CLASSES OF PEOPLE - 128 25. KINGS AND TEMPLES AND PRIESTS - 132 26. A LOOK BACK - 137 27. FOSSILS AND RUINS - 140 28. THE ARYANS COME TO INDIA - 143 29. WHAT WERE THE ARYANS IN INDIA LIKE? - 147 30. THE RAMAYANA AND THE MAHABHARATA 151
ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম পথিকৃৎ ও স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর ব্যারিস্টারি পেশা ছাড়াও আরেকটি পরিচয় আছে। শুধু ভারতীয় উপমহাদেশই নয়, বিশ্বপাঠকের কাছে তিনি একজন সমৃদ্ধ লেখক। পণ্ডিত নেহরু এলাহাবাদে জন্মগ্রহণ করেন, ১৮৮৯ সালের ১৪ই নভেম্বর। পনেরো বছরের কিশোর নেহরু বিলেতে পাড়ি জমান, প্রাথমিক শিক্ষার পরের পাটটা বিলেতেই সম্পন্ন হয়। বিলেতে তিনি পড়াশোনা করেছেন হ্যারো ও কেম্ব্রিজে। পড়াশোনা শেষ করার পর পেশা হিসেবে বেছে নেন ব্যারিস্টারিকে। তিনি দেশে ফেরেন ১৯১২ সালে। ফেরার পরই সক্রিয় রাজনীতিতে জড়িয়ে পড়েন, সেসময় বৃটিশ বিরোধী আন্দোলন দানা বাঁধতে শুরু করেছে। অনেকদিন বিদেশে থাকার ফলে অন্যান্য দেশের স্বাধীনতা সংগ্রামের গল্প তাঁকে বিশেষভাবে আকর্ষণ করে এবং ভারতের স্বাধীনতা আন্দোলনে সফলতার মুখ দেখবার জন্য তিনি উদগ্রীব হয়ে পড়েন। অসহযোগ আন্দোলনের সময়টাতে দু’বার কারাবরণও করেন নেহরু। মহাত্মা গান্ধী দ্বারা তিনি বিশেষভাবে অনুপ্রাণিত ছিলেন। জওহরলাল নেহরু এর বই সমগ্র পড়লে তাঁর ব্যক্তিজীবনের দর্শন, জ্ঞান ও অভিজ্ঞতা সম্পর্কে অনেকটাই জানতে পারা যায়। কন্যা ইন্দিরা গান্ধীর ছোটবেলায় তাঁর কাছে কিছু চিঠি লিখেছিলেন নেহরু। সে চিঠিগুলো পরে বই আকারে প্রকাশ পায়, ‘লেটারস ফ্রম অ্যা ফাদার টু হিজ ডটার’ নামে; যা পরবর্তীতে বাংলা ভাষায় ‘বাবার চিঠি’, ‘মেয়ের কাছে বাবার চিঠি’ বা ‘কল্যাণীয়াসু ইন্দু’ নামে অনূদিত হয়েছে। শিশু-কিশোরবান্ধব এই বইটিতে পৃথিবীর ইতিহাস, দর্শন সম্পর্কে সহজ ভাষায় অনেক কিছু বলা হয়েছে যা কি না অনেক কম বয়সেই শিশুদের মনের দরজা-জানালা খুলে দিতে ভূমিকা রাখতে পারে। জওহরলাল নেহরু এর বই সমূহ সাধারণত ইতিহাসকেন্দ্রিক ও তাঁর রাজনীতির অভিজ্ঞতা নিয়ে রচিত। ‘পৃথিবীর ইতিহাস’, ‘দ্য ডিসকভারি অব ইন্ডিয়া’, ‘টুওয়ার্ড ফ্রিডম’ বইগুলো তাঁর বেশ বিখ্যাত লেখনীর অন্তর্ভুক্ত। এসব বইয়ের তালিকায় তাঁর আত্মজীবনীও রয়েছে।